রাখী পূর্নিমায় বাঁশবেড়িয়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডে তৃণমূলের দলীয় কার্যালয় উদ্বোধন করলেন বিধায়ক তপন দাশগুপ্ত
8/11/2022 03:05:00 PM
0
আজ শুভ রাখী-পূর্ণিমা উপলক্ষে সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া পৌরসভার ৮ নং ১৩নং ওয়ার্ডে মগরা দু'নম্বর পঞ্চায়েতের গজঘন্টা মোড়ে, আকনা পঞ্চায়েতের বাড়ল মোড়ে, আমনান পঞ্চায়েতের আলিনগর মোড়ে রাখী উৎসব পালিত হয়। একই সঙ্গে ১৩ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়টির শুভ উদ্বোধন করেন সপ্তগ্রাম বিধানসভার তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত।
এই অনুষ্ঠান গুলিতে উপস্থিত ছিলেন, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি রুনা খাতুন জেলা পরিষদের উপাধ্যক্ষ নিষেস ঘোষ, বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, সিআইসি তাপস মুখার্জী, আকনা পঞ্চায়েতের উপপ্রধান নির্মল ঘোষ, পোলবা দাদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি টিয়া পাত্র, সহ-সভাপতি তানসেন আলী মন্ডল, সহ সকল নেতৃত্।



