যমুনা নদীতে যাত্রী বোঝাই নৌকা ডুবে কমপক্ষে ৩০ জনের মৃত্যু, বহু মহিলা শিশুদের নিয়ে রাখী বাঁধতে যাচ্ছিলেন

ভয়েস ৯,নিউজ ডেস্কঃ উত্তরপ্রদেশের যমুনা নদীতে যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে ৩০ জনের মৃত্যু হয়েছে। ২ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নৌকাটিতে ২৫ জন মহিলা সহ ৪০ জনেরো বেশি যাত্রী ছিল বলে জানা গেছে। এদের অনেকেই যাচ্ছিলেন রাখী বন্ধনে যোগ দিতে। নৌকাটি ফতেপুর থেকে মার্কা গ্রামের দিকে যাচ্ছিল। অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত। নৌকাটিতে ৩০ জনেরও বেশি লোক ছিল বলে জানা গেছে। আজ দুপুর আড়াইটে নাগাদ মেরকা থেকে নৌকায় করে ৪০ জনেরও বেশি মানুষ ফতেপুরের দিকে যাচ্ছিলেন। জলের প্রবাহ তীব্রতর হওয়ার সাথে সাথে, যাত্রীরা হুড়োহুড়ি শুরু করে। ফলে ভারসাম্য হারিয়ে নৌকাটি উল্টে যায়। ৪ জন কোনও রকমে সাঁতরে বতীরে উঠে আসে। নৌকা ও বাকি লোকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের খোঁজে অভিযান চলছে। জানা গেছে, রাখীবন্ধনের কারণে নৌকায় ছিলেন ববহু মহিলা ও শিশু। মুখ্যমন্ত্রী যোগীও দুর্ঘটনার বিষয়টি খেয়াল করেছেন। ঘটনাস্থলে আধিকারিকদের পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী। আশেপাশের গ্রামের ডুবুরিরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধান শুরু করে এবং দুই মহিলা এবং এক শিশুর দেহ উদ্ধার করে আনে। তাদের এখনও শনাক্ত করা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গেছেন জেলাশাসক অনুরাগ প্যাটেল। স্থানীয়রা জানান, নৌকাটিতে ২০ থেকে ২২ জন নারী ও তরুণী ছিলেন। বাবেরু তহসিলের সামগ্রা গ্রামের বেশিরভাগ লোক ছিল। মহিলারা রাখীবন্ধন উৎসবে রাখি বাঁধতে তাদের মামার বাড়িতে যাওয়ার জন্য ফতেপুর যাচ্ছিলেন এবং কিছু মহিলা রাখি বেঁধে তাদের শ্বশুরবাড়িতে ফিরছিলেন। প্রশাসনের দাবি, নৌকাটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। সাঁতরে ঘাটে উঠে আসা সামগড়া গ্রামের বাসিন্দা গয়াপ্রসাদ নিষাদ কজানান, নৌকায় প্রায় ৫০ জন লোক ছিল। এছাড়া ২২ জন নারী ও শিশু ছিল। ছবি সৌজন্যঃ এ এন আই

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad