ইরাকে প্রেসিডেন্ট ভবনে ঢুকে পড়ল জনতা, গুলিতে নিহত ২০

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ শ্রীলঙ্কার পর এবার ইরাকেও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সদর এর সমর্থদের সঙ্গে প্রেসিডেন্টের প্রাসাদের নিরাপত্তা-রক্ষীদের সংঘর্ষে ২০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন প্রায় ৩০০ মানুষ। রায় ১০ মাস ধরে দেশটিতে সরকার নেই এবং শক্তিশালী শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল-সদরও রাজনীতি থেকে অবসর ঘোষণা করেছেন। এই ঘোষণার কথা শোনার সঙ্গে সঙ্গে তার সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠে। জানা গেছে, উত্তেজিত জনতা ইরাকের রাষ্ট্রপতি প্রাসাদ এবং শ্রীলংকার ঘটনার মতো সরকারী ভবনগুলি দখল করে নেয়। নিরাপত্তা বাহিনীও তাদের তাড়াতে ব্যর্থ হয়। শেষে তারা গুলি চালাতে শুরু করে। এদিকে, মুকতাদা আল-সদর বিক্ষোভকারীদের সহিংসতা ও অস্ত্র ব্যবহার বন্ধ না হওয়া পর্যন্ত অনশন ধর্মঘটের কথা ঘোষণা করেছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 'সংশ্লিষ্ট নেতাদের' প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন পরিস্থিতি শান্ত করতে এবং কসহিংসতা এড়াতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করেন। বিবৃতিতে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, জাতিসংঘ প্রধান সব দল ও নেতাদের তাদের মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আসার আহ্বান জানিয়েছেন।
ছবি সৌজন্যঃ এপি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad