কোথাওই ঝাড়খন্ডের মানুষ নিরাপদ বোধ করছেন না: অঙ্কিতা খুনে রাজ্যপাল রমেশ বাইস

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ দুমকার অঙ্কিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বাইস বলেছেন, দোকান, বাজার, বাড়ি মানুষ কোথাও নিরাপদ বোধ করছেন না। ইতিমধ্যেই, এই ব্যাপারে তিনি রাজ্যের ডিজিপি নীরজ সিনহা এবং মুখ্য সচিব সুখদেব সিংকে তলব করেন। 

দুমকার জারুওয়াডিহের অঙ্কিতা কুমারী সিং-এর ঘটনা ও মৃত্যুকে অত্যন্ত দুঃখজনক বলে বর্ণনা করে রাজ্যপাল রমেশ বাইস বলেছেন, যে মেয়ে এখনও গোটা বিশ্বকে দেখেনি, তার শেষটা খুবই বেদনাদায়ক। রাজ্যপাল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন, অঙ্কিতার বাবার সাথে কথা বলেছেন এবং পুরো ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন এবং ব্যক্তিগতভাবে তাকে সান্ত্বনা দিয়েছেন। রাজ্যপাল বলেন, এমন জঘন্য ও যন্ত্রণাদায়ক ঘটনা রাজ্যের পক্ষে লজ্জাজনক। এই ধরনের ঘটনা রাজ্যের ভাবমূর্তিতে বিরূপ প্রভাব ফেলে। 

বাড়ি, দোকান, মল, রাস্তাঘাট কোথাওই নিরাপদ বোধ করছেন না রাজ্যবাসী। তিনি জানান, এর আগে পুলিশের ডিজিকে ডেকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু তাতে কোনও ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে না। আজ ফের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ-এর সঙ্গে কথা বলে অঙ্কিতার মৃত্যু মামলায় স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad