অ-পার ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ, একটি কর্পোরেট সংস্থার বর্তমান পরিচালকদের সন্ধান চলছে

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন শিল্পমন্ত্রীর ঠিকানা এখন প্রসিডেন্সি জেলের ছোট্ট একটা কুঠুরি। আপাততঃ এখানেই তাকে থাকতে হবে ১৩ টা দিন। কিন্তু, এই ঠিকানার বাইরে মিলেছে তার একাধিক ঠিকানা। যদিও আদালতে তার আইনজীবী বলেছেন, ওগুলো জাল। এবার ইডি পেল পার্থ-অর্পিতার নামে ৫০ টি যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান। তবে, এ নিয়ে যাতে কোনো সন্দেহের অবকাশ না থাকে, তার জন্য এই অ্যাকাউন্টগুলির ফরেনসিক অডিট করা হবে। এরকমই সিদ্ধান্ত ইডির। এর মাঝে ইডি অনন্ত টেক্সফ্যাব প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার হদিশ পেয়েছে যার ডিরক্টরদের নাম বেশ কয়েকবার বদল হয়েছে। জানা গেছে, এই সংস্থাটি খোলা হয়েছিল ২০১২ সালের ২৩ মার্চ। ঠিকানা ক্লাব টাউন হাইটস, ব্লক ৫, ফ্ল্যাট ৮এ, ১৪ বিটি। ইডি সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৩ মার্চ যখন কর্পোরেট সংস্থা গঠিত হয়, তখন তার তিন ডিরেক্টর ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের মৃত স্ত্রী, প্রয়াত বাবলি চট্টোপাধ্যায়, মেয়ে সোহিনী (ভট্টাচার্য) চট্টোপাধ্যায় এবং জামাই কল্যাণময় ভট্টাচার্য। ২০১৬ সালে পরিচালকের তালিকা থেকে মেয়ে ও স্ত্রীর নাম বাদ দিয়ে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম অন্তর্ভুক্ত করা হয়। জানা গেছে, ইডি পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে-জামাইকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে। তবে, কর্পোরেট বিষয়ক মন্ত্রকের রেকর্ড অনুযায়ী, সংস্থাটির বর্তমান দুই পরিচালক হলেন মৃন্ময় মালাকার এবং রণেশ কুমার সিং। ইডি এটিকে অন্য একটি শেল সংস্থা হিসাবে দেখছে, যেটিকে, অর্থ সরানোর জন্য ব্যবহার করা হয়েছিল। তাই তারা মৃন্ময় মালাকার এবং রণেশের পরিচয় জানার চেষ্টা করছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad