সি আই এস এফ এর ঘাতক কনস্টেবল আত্মসমর্পন করলেন

ভয়েস ৯, কলকাতাঃ দেড় ঘন্টা পর সি আই এস এফ এর সেই ঘাতক কনস্টেবল আত্মসমর্পন করলেন। তাকে পুলিশি হেফাজতে নেওয়ার কাজ চলছে। কিন্তু এই মুহুর্তে, সবচেয়ে বড় প্রশ্ন, কেন ওই কনস্টেবল তার একে ৪৭ থেকে আচমকা গুলি চালাতে শুরু করলেন। আজ সন্ধ্যায় ভারতীয় জাদুঘর ও এম এল এ হোস্টেলের সামনে পুলিশের গাড়ি লক্ষ্য করে বন্দুকবাজের গুলিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। জানা গেছে, সি আই এস এফ এর এক কন্সটেবল তার একে ৪৭ থেকে গুলি চালাতে শুরু করে। তার গুলিতে আহত হয় ২ জন সি আই এস এফ কর্মী। একজনের মাথায়, অন্যজনের হাতে গুলি লাগে। পরে এক সি আই এস এফ কনস্টেবলের মৃত্যু হয়। আহত কনস্স্টেবলের চিকিতসা চলছে এস এস কে এম হাসপাতালে। এখন পর্যন্ত জানা গেছে কিছু পুলিশকর্মী গুলিতে আহত হয়েছেন, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি তিন-চার রাউন্ড গুলির শব্দ শুনেছেন। পুলিশ জানিয়েছে, প্রায় ২০-২৫ রাউন্ড গুলি চালানো হয় একে ৪৭ থেকে। এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও সি আই এস এফ জওয়ানরা। কেন পুলিশের গাড়ি লক্ষ্য করে চালালো, তা নিয়ে বেশ দ্বন্দ দেখা দিয়েছে। জাদুঘরের মধ্যেই রয়েছে ওই সি আই এস এফ কনস্টেবল। সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ এই গুলি চালানো শুরু হলেও, এখনো পর্যন্ত ওই আততায়ী সি আই এস এফ কর্মীকে ধরা সম্ভব হয়নি। ইতিমধ্যে প্রায় দেড় ঘন্টা কেটে গেছে। কলকাতার পুলিশ কমিশনারের নেতৃত্বে বিশেষ কমব্যাট ফোর্স এই অভিযান চালাচ্ছে। প্রথমে তারা ওই আততায়ীকে আত্মসমর্পণের জন্য বলবে বলে জানা গেছে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad