মেক্সিকোর একটি খনিতে গত ২৪ দিন ধরে আটকে থাকা ১০ জন শ্রমিকের ভাগ্য নিয়ে প্রশ্ন চিহ্ণ

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ মেক্সিকোর একটি খনিতে গত ২৪ দিন ধরে আটকে থাকা ১০ জন শ্রমিকের ভাগ্য নিয়ে তাদের পরিবার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর গতকাল বলেছিলেন, আটকে পড়া দশ জন খনি শ্রমিকের পরিবার সরকারের প্রস্তাবিত একটি নতুন উদ্ধার কৌশলকে প্রত্যাখ্যান করেছে। এমন নয় যে তারা চায় না যে তারা তাদের আত্মীয়দের উদ্ধার করা হোক; আসলে এই উদ্ধারকার্য তাদের কাছে দীর্ঘ মনে হচ্ছে। লোপেজ ওব্রাডর জানান। 

উল্লেখ্য, গত ৩ আগস্ট মেক্সিকোর কোয়াহুইলায় অবস্থিত এল পিনাবেট খনিটি ধসে পড়ে। উদ্ধারকারীরা পাঁচজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন, তবে দশজন এখনও বন্যার কবলে পড়ে সুড়ঙ্গগুলিতে আটকা পড়ে আছে। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজকে যখন জিজ্ঞাসা করা হয় যে পরিবারগুলিকে কি সরকার ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তখন লোপেজ ওব্রাডর অর্থ প্রদানের ঙ্কথা অস্বীকার করেননি। পাশাপাশি তিনি বলেছিলেন, "এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উদ্ধার কাজ। অবশ্যই, ক্ষতিপূরণ আছে, কিন্তু এটি বিষয় নয়।" 

 লোপেজ ওব্রাডর আরও বলেন, "খনি শ্রমিকদের বাঁচানোর চেষ্টা এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সবটাই আমরা ভেবে রেখেছি। কিন্তু, আমরা খুঁজছি কোন বিকল্পটি সবচেয়ে ভাল। তবে আমরা যেন হাল ছেড়ে না দিই।"

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad