দিল্লির রেল স্টেশন থেকে গ্রেফতার ভূয়ো নিয়োগপত্রসমেত ১১ জন জাল টিকিট পরীক্ষক, প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা

নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ নয়াদিল্লি স্টেশন থেকে মোট ১১ জন জাল টিকিট পরীক্ষককে আটক করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের কাছে জাল নিয়োগপত্র এবং আই-কার্ড পাওয়া যায়। আরপিএফের নয়াদিল্লি ক্রাইম টিম এবং বাণিজ্যিক কর্মীদের একটি যৌথ দল স্টেশনে এই জালিয়াতিকে ধরে ফেলে। ভারতীয় দণ্ডবিধির ৪১৯, ৪২০, ৪৬৮, ৪৭১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় স্বভাবতইঃ দিল্লি স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। যাত্রীদের অভিযোগ, এই জাল টিটিই দের একজন কানপুর শতাব্দী এক্সপ্রেসে টিকিটও চেক করছিলেন। পরে তাকে নয়াদিল্লি স্টেশনে গ্রেপ্তার করা হয়। যাত্রীদের প্রশ্ন, এই যদি রেলের নিরাপত্তা হয়, তাহলে যে কোন জঙ্গীও তো অনায়াসে টিটিই সেজে ট্রেনে উঠে পড়তে পারে। জানা গেছে, এই জাল টিকিট পরীক্ষকরা বিগত ১৫ দিন ধরে টিকিট পরীক্ষার কাজ করছিল। কিন্তু রেল প্রশাসন বা নিরাপত্তা সংস্থাগুলি বিষয়টি জানতেও পারেনি। রেল পুলিশ জানিয়েছে, এর পিছনে বড় একটা চক্র আছে। এই সমস্ত টিকিট পরীক্ষককে টিকিট চেকিংয়ের দায়িত্ব দেওয়া হয়নি, শুধুমাত্র, ট্রেন-সম্পর্কিত তথ্য নোট করতে বলা হয়েছিল। এই চক্রের মাস্টারমাইন্ডের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad