ডিসেম্বরের মধ্যেই রাজ্যের ১২ লক্ষ স্কুল পড়ুয়া পাবে ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেল

রজত রায়, কলকাতাঃ ‘সবুজ সাথী’ প্রকল্পের বহ সাইকেল প্রতিবছর পড়ে পড়ে নষ্ট হয়। ফলে, অপচয় হয় সরকারের। এখনো, শহর ও গ্রামাঞ্চলের বহু স্কুলে বিগত বছরের বহু সাইকেল অযত্নে পোরে পড়ে নষ্ট হচ্ছে বলে সরকারের কাছে খবর আছে। কোভিড পরিস্থিতির জন্য স্কুল বন্ধের কারণেও বহু সাইকেল বন্টন করা যায়নি বলে বেশ কিছু স্কুল-কর্তৃপক্ষ জানিয়েছিলেন। এ বছর যাতে সেই অবস্থা না হয়, তার জন্য আগে-ভাগে ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। 


জানা গেছে, ২০১৫-১৬ সাল থেকে শুরু হওয়া এই ‘সবুজ সাথী’ প্রকল্পে এখনও পর্যন্ত ১ কোটির বেশি সাইকেল বিলি হয়েছে। সবচেয়ে বেশি সাইকেল পেয়েছে উত্তর ২৪ পরগনা জেলার পড়ুয়ারা। তারপরই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর সূত্রে জানা গেছে, ‘বাংলার শিক্ষা’ পোর্টালে প্রকল্পের উপভোক্তাদের নামের যে তালিকা রয়েছে, স্কুলগুলি সেই হিসাবমতো সংশোধিত তালিকা পাঠিয়েছে। এর ফলে, মোট কত সাইকেল লাগবে, তার একটা হিসাব পাওয়া গেছে। এবারে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল প্রতি কত সাইকেল লাগবে এবং কারা পাবে, ছাত্র ও ছাত্রীদের সংখ্যা কতো তার একটা তালিকা প্রস্তুত হয়ে গেছে। দেখা গেছে প্রায় ১২ লক্ষের মতো ছেলে ও মেয়েদের সাইকেল লাগছে।


 ওয়ার্ক অর্ডারের পর সাইকেল তৈরি হয়ে আসতে মোটামুটি ২-৩ মাস সময় লাগতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট দপ্তর। তারপর, সাইকেল এলে স্কুলকে তা জানিয়ে দেওয়া হবে। ২-৩ মাস ধরলে, স্কুল থেকে সাইকেল পেতে ডিসেম্বর হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে, সাইকেল বন্টন করার সময় বেশ কিছু স্কুল ভোক্তা-পিছু ৩০-৩৫ টাকা দাবি করেছিল বলে একটা অভিযোগ উঠেছিল। যদিও, স্কুল কর্তৃপক্ষ এটা অস্বীকার করে বলেছিল, এ ব্যাপারে তাদের কাছে কোনো অভিযোগ নেই। ছাত্র-ছাত্রীদের দাবি, সাইকেল বন্টনের আগে এ ব্যাপারটা পরিষ্কার করে জানিয়ে দিলে তাদের সুবিধা হয়। অন্যদিকে, আরো একটা অভিযোগ আছে, ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা জানিয়েছেন, বহু সাইকেল এমন অবস্থায় হাতে আসে, যেটা ভালোভাবে না সারিয়ে চাপা যায় না। সেখানে সাইকেল পিছু ৩০০-৩৫০ টাকা নেয় সাইকেলের দোকানগুলো।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এ বছর দুই ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ—এই তিন জেলায় ১ লক্ষের বেশি সাইকেল দেওয়া হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad