পুজোর ৪ দিন সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই এই রাজ্যে

রজত রায়ঃ আগে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল, দুর্গাপুজোর সময় এই রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। ফলে, মুষড়ে পড়েছিল রাজ্যের মানুষ। কারণ, বছরে এই কটা দিন বাঙালির কাছে খুশির দিন, ছুটির দিন, পরিবার আর আত্মীয়-স্বজনের সঙ্গে মিলনের দিন। তার সঙ্গে আছে প্রতিদিন ঘুরে ঘুরে প্রতিমা দেখা, চুটিয়ে খাওয়া আর প্রেমিক-প্রেমিকাদের সঙ্গে ঘুরে বেড়ানো। সে-সব মাটি হতে বসেছিল। কিন্তু, এখন পূর্বাভাস স্বস্তি দিল। 
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের অভিমুখ ওড়িশার দিকে সরছে। ফলে পুজোর চারদিন এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে, আজ থেকে বাতাসে আর্দ্রতা বাড়বে, ফলে একটা ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারে এই রাজ্যের মানুষজনকে। কিন্তু, পুজোর আনন্দ মাটি হওয়ার চেয়ে সেটা অনেক ভালো বলে মনে করছেন অনেকেই। 
 বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত পুজোর আনন্দ মাটি করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। সপ্তমী থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝেঁপে বৃষ্টির আশঙ্কা ছিল। তবে আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেটে বিরাট স্বস্তি দিল রাজ্যের মানুষকে। ষষ্ঠী পর্যন্ত কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি হলেও সপ্তমী থেকে বৃষ্টির প্রকোপ কমে যাবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad