নবান্ন অভিযানঃ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার অভিযোগ, "শক্তিশালী বিরোধীপক্ষ আগে ওরা দেখেন নি" - দিলীপ

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে যেন যুদ্ধের আবহাওয়া। ক্রমশঃ উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য-রাজনীতি। জেলার বেশ কয়েকটি জায়গায় বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘর্ষের খবর পাওয়া গেছে। একদিকে যেমন নবান্নকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে, তেমনই, বিজেপি কর্মীরা যাতে পুলিশের ত্রিস্তর বেষ্টনি ভেঙ্গে কোনো ভাবে নবান্নের ধারে কাছে যেতে না পারে, তার জন্য হাওড়া ব্রীজে ওঠার রাস্তাতেই বসেছে ব্যারিকেড। বিশেষ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। অন্যদিকে, বিজেপির নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল সাঁতরাগাছি। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এদিন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি নেতা-কর্মীদের। নবান্ন অভিযান শুরুর আগেই শুভেন্দুকে আটক করা হয়। এছাড়া আটক করা হয়েছে রাহুল সিনহা ও লকেট চট্টোপাধ্যায়কে। বিরোধী দলনেতাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গিয়েছে পুলিশ। শুভেন্দু বলেন, ‘ভয় পেয়েছেন মমতা।’ অন্যদিকে, দিলীপ ঘোষ বলেন, "শক্তিশালী বিরোধীপক্ষ আগে ওরা দেখেনি। ওরা এই ঢেউকে বাধা দিয়ে ঠেকাতে পারবে না। সমাজবিরোধীরা এই বাংলার দূর্নাম করছে। পুলিশকে এই দাদাগিরি করার অধিকার কে দিয়েছে?"
নবান্ন অভিযানের অনুমতি দেয়নি পুলিশ। যদিও অনুমোদনের তোয়াক্কা না করেই এদিন নবান্ন অভিযানে নেমেছেন বিজেপির নেতা-কর্মীরা। নবান্ন অভিযান রুখতে তৎপর রয়েছে পুলিশ। মিছিল আটকাতে শহরের চারদিক ঘিরে ফেলা হয়েছে। বিভিন্ন রাস্তায় লাগানো হয়েছে ব্যারিকেড। ড্রোনেও নজরদারি চালানো হচ্ছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad