৯৮ ভরি স্বর্ণ লুটের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: রাজধানী ঢাকার কেরানীগঞ্জ উপজেলা থেকে ৯৮ ভরি স্বর্ণ লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। এক ভুক্তভোগী ব্যক্তির দায়ের করা মামলায় রাজধানীর লালবাগ থানার কনস্টেবল কামরুজ্জামান লিখনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার এসআই অলক কুমার দে রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান। গ্রেফতার মুন্সি কামরুজ্জামান লিখন রাজধানীর লালবাগ থানার কনস্টেবল। এসআই বলেন, গত শুক্রবার মানিকগঞ্জ থেকে এক ব্যবসায়ী ৯৮ ভরি স্বর্ণ নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে রাজধানীর তাঁতীবাজারে আসেন। তাকে অনুসরণ করে আরেক ব্যক্তি সেখানে যান। তিনি মূলত ইনফরমার ছিলেন। শুক্রবার তাঁতীবাজার বন্ধ থাকায় ওই ব্যবসায়ী স্বর্ণ বিক্রি করতে না পেরে ফিরে যাচ্ছিলেন। পথে কেরানীগঞ্জের সাজেদা হাসপাতালের সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি পুলিশ পরিচয়ে দিয়ে তাকে আটক করে গাড়িতে তোলে। পরে তার সঙ্গে থাকা ৯৮ ভরি স্বর্ণ লুটে করে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের নির্জন স্থানে নিয়ে ছেড়ে দেয়। পরে এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি মামলা করলে পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে কামরুজ্জামানের সম্পৃক্ততা পায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad