অসুস্থ যুবককে ফিরিয়ে দিল হাসপাতাল, ৫ ঘন্টা রাস্তায় পড়ে মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধিঃ হাসপাতাল ফিরিয়ে দেওয়ায় পথেই ৫ ঘন্টা পড়ে থেকে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাস্তায় পড়ে থাকলেও তথাকথিত ‘শিক্ষিত’ মানুষ তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় নি। রাস্তায় পড়ে মানবতার মৃত্যু দেখেছে পাশ দিয়ে চলে যাওয়া মানুষজন। চিকিৎসা করাতে গড়বেতা থানার পানিকোটর এলাকা থেকে মেদিনীপুর আসছিলেন ধনঞ্জয় দে (৩৭) নামের ওই যুবক। বাসে করে হাসপাতালে আসার পথে অসুস্থ হওয়ায় বাস থেকে তাকে জোর করে নামিয়ে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। এরপরএক রিকশাচালক ২০ টাকার বিনিময়ে ধনঞ্জয়কে হাসপাতালে নিয়ে যান। কিন্তু, মেদিনীপুরের মহকুমা শাসক যখন তাকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যান, তখন ওই ব্যাক্তি মারা গেছেন। কিন্তু, ওই অসুস্থ ব্যাক্তির সঙ্গে বাড়ির লোক না থাকায় এবংন সঠিক পরিচয়পত্র না থাকার কারণ দেখিয়ে চিকিৎসা না করে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এরপর ওই রিকশাচালক ফের ধনঞ্জয়কে এলআইসি মোড়ে ফিরিয়ে নিয়ে আসেন। এরপর সেখানেই প্রায় ৫ ঘণ্টা ধরে বিনা চিকিৎসাতেই পড়েছিলেন ওই ব্যক্তি। দুপুরে মেদিনীপুর শহরের মহকুমাশাসক কৌশিক চট্টোপাধ্যায় ওই এলাকা দিয়েই যাচ্ছিলেন। তিনি পুলিশ ডাকেন। তারপর সেই অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পর মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে হাসপাতালের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad