দুর্গাপুজোর সরকারী অনুদান নিয়ে দায়ের করা মামলায় আজ রায় দেবে কলকাতা হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ রাজ্যের প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা হিসাবে পুজো অনুদান দেওয়ার যে কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই পুজো অনুদান মামলায় আজ রায় ঘোষণা করবে প্রধান বিচারপতির বেঞ্চ। 
 পুজো অনুদানের সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মোট ৫টি জনস্বার্থ মামলা হয়েছিল। রাজ্যের ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা হিসাবে পুজো অনুদান এবং বিদ্যুতের বিলে ৬০ % ছাড় দেওয়ার কথা ঘোষণা হওয়ার পর কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেখানে বলা হয়েছিল, যেখানে রাজ্যের সরকারী কর্মীদের ডিএ দিতে পারছে না রাজ্য সরকার, সেখানে এই খরচ কেন? এরপর দায়ের করা হয় চতুর্থ ও পঞ্চম মামলা। 
চতুর্থ মামলায় প্রশ্ন তোলা হয়, অনুদানের জন্য খরচ করার টাকা কী রাজ্য বাজেটে ছিল? সেখানে বলা হয়েছিল, যদি বাজেটে বরাদ্দ না হয়ে থাকে, তা হলে এই অনুদানের টাকা কোথা থেকে আসছে? এছাড়া দাবি তোলা হয়েছিল যদি পুজো কমিটিগুলিকে যদি ৬০% ছাড় দেওয়া হয়, তাহলে পরিবারের বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হবে না কেন? এর আগে ডি এ প্রসঙ্গে রাজ্য সরকার এফিডেভিট দাখিল করে জানিয়েছিল, কোন ডিএ বাকি নেই। রাজ্য সরকারের এই ঘোষণায় তীব্র আলোড়ন পড়ে রাজ্য জুড়ে। 
আজ এই পুজো অনুদান নিয়ে হাইকোর্টের রায় ঘোষণা। ফলে এই মুহুর্তে রাজ্যের পুজো উদ্যোক্তারা টান টান উত্তেজনায়। আদালত কী রায় দেন সকলের নজর এখন সেদিকে। কারণ, এই মুহুর্তে পুজোর প্রস্তুতি চরমে। যদিও, রাজ্যের বেশ কিছু পুজো কমিটি এই অনুদানের বিরুদ্ধে মত দিয়েছিল, তবু রাজ্যের বহু ছোটখাটো পুজো উদ্যোক্তাদের কাছে এই অর্থ বেশ কাজে আসে। তাই সবার নজর এই মুহুর্তে হাইকোর্টের দিকে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad