কেন্দ্রিয় সংস্কৃতি মন্ত্রণালয় ২০১৯ সালে প্রস্তাব পাঠিয়েছিল, ইউনেস্কোর সম্মানের কৃতিত্ব নিচ্ছেন মমতা:কেন্দ্রিয় সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি



নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ আবার নতুন করে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো নিয়ে মমতাকে কটাক্ষ করলেন কেন্দ্রিয় সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায় 'কলকাতার দুর্গা পূজা' অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ২০১৯ সালে ইউনেস্কোর তালিকায় দুর্গা পূজা অন্তর্ভুক্ত করার জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছিল যা ২০২১ সালের ডিসেম্বরে গৃহীত হয়েছিল। 
অথচ, চলতি মাসের শুরুর দিকে, মমতা ব্যানার্জী ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায় 'কলকাতার দুর্গা পূজা' অন্তর্ভুক্ত করার উদযাপনে একটি সমাবেশের ডাক দিয়েছিলেন। লেখি বলেন, এটা সমগ্র ভারতের গর্ব। এটা নিয়ে রাজনীতি করাটা অনভিপ্রেত ছিল। দুর্গাপূজা পূর্ব ভারতের মতোই দক্ষিণ ও পশ্চিম ভারতেও গুরুত্বপূর্ণ। তাই দেশের সমস্ত ঐতিহ্যকে এক সুরে প্রশংসা করা উচিত বলে উল্লেখ করে তিনি বলেন।
 তিনি সাংবাদিকদের জানান, সংস্কৃতি মন্ত্রণালয় জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) কাছে গুজরাটের গারবা নৃত্যকে ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য একটি প্রস্তাবও পাঠিয়েছে। জানা গেছে, কেন্দ্রিয় সংস্কৃতি প্রতিমন্ত্রী ২৪ অক্টোবর 'ঢাকি', প্রতিমা নির্মাতা, প্যান্ডেল নির্মাতা এবং দুর্গাপূজা উৎসবের সঙ্গে যুক্ত অন্যান্যদের সহ ৩০ জন কারিগর ও শিল্পীকে সংবর্ধনা জানাতে কলকাতায় আসবেন।
ফাইল চিত্র

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad