নিখোঁজের ৪০ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তার লাশ উদ্ধার

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: বাংলাদেশের পিরোজপুর জেলার বেকুটিয়া ফেরি ঘাটে কচাঁ নদীতে পড়ে নিখোঁজ রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফির (৪০) লাশ ৪০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার গাজীপুর মাদ্রাসার ঘাট এর সামনে কঁচা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন। 
 জানা যায়, বেকুটিয়া ঘাট থেকে প্রায় ৭ কিলোমিটার দূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি ভোলার বোরহানুদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর ছেলে। তিনি সাতক্ষীরা-২ অঞ্চলের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। গত বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা থেকে বরিশাল যাচ্ছিলেন তিনি। তার বহনকারি গাড়ীটি পিরোজপুরের বেকুটিয়ায় কচাঁ নদীর ফেরিতে ওঠার পর পার হওয়ায় জন্য অপেক্ষা করছিল। এসময় ফেরিতে মোবাইল ফোনে কথা বলতে বলতে পা ফসকে নদীতে পড়ে নিখোঁজ হন ওই রাজস্ব কর্মকর্তা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad