কয়লা পাচার কান্ডে ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও ১০ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিনিধিঃ কয়লা পাচার কান্ডে সিবিআইয়ের বিশেষ আদালত ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও ১০ জনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছে। আসানসোল বিশেষ সিবিআই আদালতে দাখিল করা প্রথম চার্জশিটের নাম থাকা ৪১ জনের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে। প্রথম চার্জশিটে যে ৪১ জনের নাম ছিল তাদের মধ্যে ১৩ জন গ্রেপ্তার হয় সিবিআই এর হাতে। এদের মধ্যে চারজনের জামিন হয়েছে। ৯ জন বর্তমানে আসানসোল জেলে আছেন। বাকি ২৮ জনের মধ্যে ১০ জন হচ্ছেন এই খনি শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা বা কোম্পানির ডিরেক্টর বা আধিকারিক। আদালত নির্দেশ জানিয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর ১০টি কারখানার মালিক বা ডিরেক্টরদের আদালতে হাজির হতে হবে। জানা গেছে, কয়লা পাচার মামলায় প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা বর্তমানে সুপ্রিম কোর্টের রক্ষাকবচে আছে। চার্জশিটে অপর অভিযুক্তদের মধ্যে রত্নেশ বর্মা ও বিনয় মিশ্র দুজনই ফেরার বা পলাতক। এদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad