জঙ্গি সন্দেহে এক সহযোগীসহ ডাঃ শাকির গ্রেপ্তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর

বিশ্বজিৎ মন্ডল ঢাকা: জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া চিকিৎসক শাকির বিন ওয়ালীকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই অভিযোগে গ্রেপ্তার তার সহযোগী আবরারুল হককেও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন কবীর শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত সংস্থা, পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক এস এম মিজানুর রহমান দুই আসামিকে আদালতে হাজির করে রামপুরা থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানিকাল আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। গত রোববার রাজধানীর রামপুরার বাসা থেকে শাকিরকে সিআইডি পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করে তার পরিবার। তবে সিটিটিসি বলছে, মঙ্গলবার রাজধানীর রামপুরার হাজীপাড়া থেকে শাকিরকে গ্রেপ্তার করা হয়। একই দিন ঢাকার মগবাজার থেকে শাকিরের সহযোগী আবরারুল হককে গ্রেপ্তার করা হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad