মুম্বাইঃ স্কুল লিফটে আটকে মর্মান্তিক মৃত্যু শিক্ষিকার

নাইনা পারেখ, ভয়েস ৯, মুম্বাইঃ স্কুল লিফটে আটকে মর্মান্তিক মৃত্যু হল এক শিক্ষিকার। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে মালাদের সেন্ট মেরি ইংলিশ স্কুলে। এই স্কুলটি মালাদ পশ্চিমের চিনচোলি গেটের কাছে অবস্থিত। 
জানা গেছে, শুক্রবার দুপুর ১ টা নাগাদ ওই স্কুলের এক শিক্ষিকা জেনেল ফার্নান্দিস স্কুল ভবনের ষষ্ঠ তলায় ক্লাস শেষ করে দ্বিতীয় তলার স্টাফ রুমে যাবার জন্য লিফটের কাছে আসেন। তিনি লিফট বোতাম টেপেন। লিফট উপরে উঠে আসার পর যথারীতি দরজাও খুলে যায়। তিনি ভিতরে পা বাড়ান। কিন্তু, লিফট কেবিনের দরজা বন্ধ হওয়ার আগেই লিফটটি উপরের দিকে চলতে শুরু করে। তিনি নিজেকে লিফট থেকে বের করার জন্য প্রাণপণ চেষ্টা করেন, কিন্তু পা আটকে যাওয়ায় আর নিজেকে বের করে আনতে পারেননি। ওই শিক্ষিকার বয়স মাত্র ২৬ বছর। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার খবর পাওয়ার পরে আহত ওই শিক্ষিকাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়, কিন্তু হাসপাতালের ডাক্তারদের দল তাকে মৃত ঘোষণা করে। 


স্কুলের তরফ থেকে জানানো হয়, স্কুল কর্মীরা তাকে সাহায্য করার জন্য দৌড়ে যায়। এরপর কোনওভাবে জেনেলকে লিফট কেবিন থেকে বের করে মালাদ পুলিশকে খবর দেওয়া হয়। তারপরে তাকে কাছের একটি লাইফলাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মালাদ পুলিশ একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা পাশাপাশি পুরো মামলার তদন্ত শুরু করেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad