জ্ঞানবাপি মামলা: বারাণসী জেলা আদালত মুসলিম পক্ষের আবেদন খারিজ করে দিয়েছে

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ জ্ঞানবাপি মামলার রায় হিন্দুদের পক্ষে এসেছে। শোভা গৌরি বিতর্ক মামলার রায় ঘোষণার সময় জেলা জজ এ কে বিশ্বেশের সিঙ্গল বেঞ্চ জানায়, বিষয়টি রক্ষণাবেক্ষণযোগ্য। তিনি মুসলিম পক্ষের আবেদন খারিজ করে দিয়ে বলেন, জ্ঞানবাপিতে পাওয়া প্রমাণকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানী হবে ২২ সেপ্টেম্বর। আদালতের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন বলেন, আদালত আমাদের যুক্তি মেনে নিয়েছে। মুসলিম পক্ষের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি বলেন, আদালত বলেছে যে আবেদনটি রক্ষণাবেক্ষণযোগ্য। বিষয়টি আজকের রায়ে এটা স্পষ্ট হয়ে গেল যে এই মামলাটি আদালতে এই মামলা শুনানির যোগ্য। যদিও মুসলিম পক্ষের কাছে এখনও উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্টে যাওয়ার বিকল্প রয়েছে। উত্তরদাতা আঞ্জুমান ইন্তেজামিয়া মাসাজিদ পক্ষের পরামর্শদাতা এই বিকল্পগুলি বিবেচনা করছেন।
আদালতের রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন হিন্দু পক্ষের আইনজীবী হরিশঙ্কর জৈন ও বিষ্ণুশঙ্কর জৈন। তবে প্রধান আবেদনকারী রাখি সিং উপস্থিত ছিলেন না। আদালত কক্ষে মোট ৬২ জনকে উপস্থিত থাকার অনুমতি দিয়েছিলেন বিচারক। গত ২৪ আগস্ট এ মামলায় হিন্দু ও মুসলিম পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এর পর বারাণসীর জেলা জজ এ কে বিশ্বেশ ১২ সেপ্টেম্বর অর্থাৎ আজ পর্যন্ত রায় মুলতুবি রেখেছিলেন। এদিকে, নির্দেশের পর যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, তার জন্য গতকাল রাত থেকেই কয়েকটি এলাকায় টহলদারি বাড়িয়েছিল পুলিশ। সোশ্যাল মিডিয়ার উপরে রয়েছে কড়া নজরদারী। বেশ কিছু এলাকায় জারী হয়েছে ১৪৪ ধারা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad