নেপালে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭, নিখোঁজ ১০

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ শনিবার ভূমিধসের কারণে পশ্চিম নেপালের আছাম জেলার বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে ১৭জন নিহত, ১০ জন নিখোঁজ এবং ১০ জনকে উদ্ধার করা হয়েছে। পুলিশের এক মুখপাত্র ড্যান বাহাদুর কারকি বলেন, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৪৫০ কিলোমিটার (২৮১ মাইল) পশ্চিমে আছাম জেলায় মাটির নিচে চাপা পড়া পাঁচটি বাড়ির পলি-আচ্ছাদিত ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করেছে। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা নিখোঁজ দের সন্ধানে হাত দিয়ে কাদা পরিষ্কার করে যারা আটকা পড়েছে তাদের টেনে বের করে আনছে। এক আধিকারিক জানিয়েছেন, আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নেপালের পার্বত্য অঞ্চলে আকস্মিক বন্যা এবং ভূমিধ্বস প্রায়শই ঘটে থাকে, বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যেবর্ষার বৃষ্টিপাতের সময়। 
ভারপ্রাপ্ত প্রধান জেলা আধিকারিক দীপেশ রিজাল জানান, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৪৫০ কিলোমিটার (২৮১ মাইল) পশ্চিমে অবস্থিত এই জেলায় ভূমিধসে কমপক্ষে ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আহত ১১ জনকে চিকিৎসার জন্য এয়ারলিফট করে সুরখেত জেলায় নিয়ে যাওয়া হয়। ভূমিধসে তিনজন নিখোঁজ হয়েছেন বলে জানান ওই আধিকারিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, ওই আধিকারিক জানান। দুর্যোগের কারণে প্রদেশের সাতটি জেলার সংযোগকারী ভীমদত্ত মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। এই ঘটনার কারণে আছামে যোগাযোগ পরিষেবাও প্রভাবিত হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad