ভারতে 'ছদ্ম বুদ্ধিজীবীদের' শ্রেণি বাড়ছে, আমি বুঝিনা বুদ্ধিজীবীরা কীভাবে মানবাধিকার লঙ্ঘন দেখে চুপ করে থাকেঃ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

ভয়েস ৯, গুয়াহাটিঃ “বুদ্ধিজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বিতর্ক ও আলোচনায় অংশ নিতে হবে। ভারতের নানা সমস্যা তাদের মধ্যেও প্রতিফলিত হতে হবে। তাদের সোজা ব্যাট দিয়ে সামনের পায়ে খেলতে হবে। আমি কল্পনাও করতে পারি না যে বুদ্ধিজীবীরা কীভাবে মানবাধিকার লঙ্ঘন দেখে চুপ করে থাকে।" এদিন গুয়াহাটিতে 'লোকমন্থন ২০২২'-এর উদ্বোধন করে তিনি আরও বলেন, ভারতে 'ছদ্ম বুদ্ধিজীবীদের' শ্রেণি বৃদ্ধি পাচ্ছে এবং তাদের কমানো দরকার। এই অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেন, বাক স্বাধীনতা ভারতের একটি "আপোষহীন" সম্পদ। ভারতে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কোনো আপস করা যায় না। দুঃখ প্রকাশ করে জগদীপ ধনকড় বলেন যে গণতন্ত্রে আইনসভার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু আজকাল বিধানসভার পরিবর্তে রাস্তায় বিষয়গুলি নিয়ে আলোচনা করা হচ্ছে।
ছবি সৌজন্যঃ মেটা

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad