মহিলাদের বিরুদ্ধে অপরাধে অভিযুক্তদের আগাম জামিন নয়: বিল পাশ করল উত্তরপ্রদেশ সরকার

ভয়েস ৯, লখনৌঃ মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ব্যাপারে 'জিরো টলারেন্স'-এর নীতি গ্রহণ করল যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ বিধানসভা। রাজ্য বিধানসভায় ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল ২০২২ পাস করা হয়েছে। উত্তরপ্রদেশ বিধানসভায় উত্থাপিত এই বিলটিতে মহিলাদের বিরুদ্ধে জঘন্য অপরাধে অভিযুক্তদের জন্য আগাম জামিন বাতিল করা হয়েছে। করে দেয়। 

বিলটি সিআরপিসির ধারাগুলিতেওে পরিবর্তন আনবে। বৃহস্পতিবার এই সংক্রান্ত আলোচনার পর বিলটি উত্থাপন করা হল। বিল সংশোধনের পর ধর্ষণ, গণধর্ষণ, যৌন অত্যাচার বা হয়রানির মতো মহিলাদের বিরুদ্ধে গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তি আগাম জামিন পেতে পারবেন না, এমন সংস্থান থাকবে। পকসো আইনে রুজু হওয়া অভিযুক্তদের আগাম জামিনও মঞ্জুর করা হবে না। সংশোধনী বিলে ফৌজদারি কার্যবিধি ও পকসো আইনে ৪৩৮ ধারায় পরিবর্তন আনার কথা বলা হয়েছে। অর্থাৎ মহিলাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলা হলে অভিযুক্তরা আগাম জামিন পেতে পারবেন না। 
 
বিলে বলা হয়েছে, "নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের প্রতি জিরো টলারেন্স নীতি অনুসরণ, যৌন অপরাধের ক্ষেত্রে দ্রুত প্রমাণ সংগ্রহ নিশ্চিত করা, এ ধরনের প্রমাণ ধ্বংস হওয়া থেকে বিরত রাখা, প্রমাণ ধ্বংসের সম্ভাবনা হ্রাস করা এবং অত্যাচারিতা/সাক্ষীদের প্রতি ভয় ও জবরদস্তি সৃষ্টি করা থেকে আসামিকে বিরত রাখা। এ জন্য ১৯৭৩ সালের ফৌজদারি কার্যবিধির ৪৩৮ ধারা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad