বাংলাদেশে এক মাস কারাভোগের পর মুক্তি পেল ভারতীয় ৩১ জেলে

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের দায়ে এক মাস ছয়দিন জেল খেটে মুক্ত পেয়ছেন ভারতীয় ৩১ জেলে। শনিবার (৮ অক্টোবর) সকালে তারা বাগেরহাট কারাগার থেকে মুক্ত হন। এরপর মোংলা থানা পুলিশ কাগজপত্র যাচাই বাছাই করে খুলনাস্থ ভারতের হাইকমিশনের প্রতিনিধি প্রভাত মৃধার কাছে এই জেলেদের হস্তান্তর করেন। দুপুরের পর ভারতের চব্বিশ পরগনা জেলায় রওনা হন তারা। মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। ওসি মনিরুল আরও বলেন, গত ৩১ আগষ্ট অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করার সময় কোস্টগার্ডের জাহাজ মনসুর আলী তাদের আটক করেন। এসময় বিপুল পরিমান সামুদ্রিক মাছসহ ‘এফ বি মা মঙ্গলচন্ডী-১ এবং মঙ্গলচন্ডী-৩’ নামে দুটি ফিশিং বোটও আটক করে তারা। পরে ১ সেপ্টম্বর মোংলা কোস্টগার্ড তাদের নামে মোংলা থানায় মামলা করেন। এরপর ২ সেম্পম্বর তাদের বাগেরহাট জেলহাজকে প্রেরণ করা হয়। 
গ্রেফতার হওয়া এসব ভারতীয় জেলেরা এক মাস ছয়দিন জেলহাজতে থাকার পর শনিবার (৮ অক্টোবর) জামিনে মুক্ত হন বলেও জানান ওসি মনিরুল। জেল থেকে মুক্ত হওয়া ভারতের চব্বিশ পরগনার জেলার কাগদ্বীপ থানার বাসিন্দা অশোক বর্মা (৪৫) ও নীল চন্দ্র দাশ (৫০) বলেন, আমরা ভারতীয় জেলে, বাংলাদেশে মাছ ধরতে এসে ধরা পড়েছি। তবে পরিবারের সাথে যোগাযোগ করতে পারিনি, এখন বাড়ী যাব।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad