এই বাংলাকে মুক্তি দিয়ে ওই বাংলায় সি-তরাং এর আঘাত, মৃত ১০, পানিতে ডুবে নিঝুম দ্বীপ

ভোলার চরফ্যাশন উপজেলায় জোয়ার ও অবিরাম বর্ষণে নিচু চরগুলো ডুবে অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানিতে ডুবে নিঝুম দ্বীপ, জাতীয় উদ্যান; বিপন্ন হাজার হাজার হরিণ।
ভয়েস ৯, নিউজ ডেস্ক, ঢাকা:
পশ্চিমবঙ্গকে মুক্তি দিয়ে বাংলাদেশে আঘাত হানলো ঘূর্ণিঝড় সি-তরাং। এরপর ঘূর্ণিঝড় আসাম-ত্রিপুরার দিকে যাবে। তবে, স্থলভাগে প্রবেশ করার পর এটি দূর্বল হয়ে পড়েছে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১০ জনের মৃত্যু হয়েছে। ভেঙ্গে পড়েছে বহু ঘরবাড়ি। গবাদী পশু, ফসলের ক্ষয়ক্ষতি এখনো জানা যায় নি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্পষ্ট হবে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্রটা। জানা গেছে, ঘূর্ণিঝড় সি-তরাং এর দাপটে গাছ ভেঙে এবং দেয়াল ধসে দেশের চার জেলায় অন্তত সাতজনের মৃত্যুর খবর এসেছে। 
 সোমবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম ঘূর্ণিঝড় সমুদ্রবন্দর থেকে ২৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এর কয়েক ঘণ্টা আগে থেকেই ঝড়ো হাওয়া আর ভারী বর্ষণ শুরু হয় উপকূলের জেলাগুলোতে। সুন্দরবনের পাশের এলাকা জয়মনির বাসিন্দা মোঃ শাহজালাল (৪৮), বেলাল হোসেন ও রয়মন বেগম বলেন, সকাল থেকে বাতাসসহ ভারী বৃষ্টি হচ্ছে, ঝড় শুরু হয়েছে। আমরা ভয়ে আছি, সাইক্লোন শেল্টারে যাচ্ছি। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, ইতোমধ্যে ঝড় শুরু হয়ে গেছে। উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যানের পাশাপাশি, বেসরকারি উন্নয়ন সংস্থা ও সিপিপি (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি) কাজ করছে। এছাড়া ১০৩টি সাইক্লোন শেল্টারে লোকজন আশ্রয় নেওয়া শুরু করছে। এছাড়া তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। উপজেলা, পৌরসভা এবং বন্দর কর্তৃপক্ষ থেকে পৃথক তিনটি কন্ট্রোলরুমও খোলা হয়েছে বলে জানান তিনি। 


সন্ধ্যা থেকেই বিভিন্ন উপকূলীয় জেলায় গাছ ভেঙে সড়ক বন্ধ হয়ে যাওয়ার খবর আসতে থাকে, বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে বহু এলাকা অন্ধকারে ডুবে যায়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছিলেন, সন্ধ্যার পর বাংলাদেশের উপকূল স্পর্শ করেছে সিত্রাংয়ের অগ্রভাগ। মধ্যরাতে ভোলার কাছে দিয়ে চট্টগ্রাম ও বরিশালের উপকূল দিয়ে এর মূল অংশ প্রবেশ বা আঘাত করবে। জানা গেছে, ঝড়ের দাপটে ভোলার দৌলতখান ও চরফ্যাশন এবং নড়াইলের লোহাগড়ায় গাছ ভেঙে তিনজনের মৃত্যু হয়। কুমিল্লার নাঙ্গলকোটে ঝড়ো বাতাসে ঘরের ওপর গাছ পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। হেসাখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমরান হোসেন বাহার এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন—হেসাখাল (খামার পাড়) গ্রামের নিজাম উদ্দিন (২৮), তাঁর স্ত্রী সাথী আক্তার (২৪) ও কন্যা লিজা (৪)।ঝড়ের সময় ঢাকার হাজারীবাগেও দেয়াল ধসে এক রিকশাচালকের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।
 অন্যদিকে,সোমবার রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর এলাকায় নির্মাণাধীন শিল্পপার্কের উত্তরপাশে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতরা হলেন—পূর্ব মোহনপুর গ্রামের খোকন শেখের স্ত্রী আয়েশা সিদ্দিকা (৩০) ও তাদের শিশু সন্তান আরাফাত। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন তথ্য নিশ্চিত করেছেন। সোমবার রাতে ঘরের ওপর গাছ পড়ে আমেনা খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।। তিনি বরগুনা সদর উপজেলার সোনাখালি গ্রামের বাসিন্দা। ঘুর্নিঝড় সিত্রাংয়ের প্রভাবে রোববার বিকেল থেকেই হাতিয়া উপজেলা ও নিঝুম দ্বীপের ওপর দিয়ে থেমে থেমে দমকা হাওয়া ও অবিরাম বৃষ্টি হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। পানিতে ডুবে গেছে জাতীয় উদ্যান, ফলে বিপন্ন হয়ে পড়েছে বেশ কয়েক হাজার হরিণ। এদিকে, সকাল থেকেই উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে। গতকাল থাকে রাজধানীতেও বৃষ্টি শুরু হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad