সুপ্রীম কোর্ট ধর্ষণ প্রমানে ‘টু ফিঙ্গার টেস্ট’’ নিষিদ্ধ করল, অমান্য করলে অসদাচরণের জন্য দোষী সাব্যস্ত হবেন

নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশকে অমান্য করে ধর্ষণ প্রমানের জন্য এতদিন পর্যন্ত চালু ছিল ‘টু ফিঙ্গার টেস্ট’। সুপ্রীম কোর্ট আজ জানিয়ে দিল, এই ‘টু ফিঙ্গার পদ্ধতি’ প্রয়োগ করা নিষিদ্ধ ও শাস্তযোগ্য অপরাধ। 
 শীর্ষ আদালত বলেছে, অত্যাচারিতার যৌন ইতিহাসের প্রমাণ, মামলা করার মতো উপাদান নয়। তথাকথিত পরীক্ষার কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই... এটি মহিলাদের পুনরায় নিগ্রহের শিকার করে এবং পুনরায় আঘাত করে।“ শীর্ষ আদালতের বেঞ্চ নির্দেশ দিয়েছে যে কোনও ব্যক্তি এই জাতীয় পরীক্ষা পরিচালনা করলে তিনি অসদাচরণের জন্য দোষী সাব্যস্ত হবেন। 
সুপ্রীম কোর্টের মহামান্য বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং হিমা কোহলির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। বেঞ্চ বলেছে, এই ব্যাপারে ভারতের সর্বোচ্চ আদালত অনেক আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু, সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই পদ্ধতি অনুসরণ করেই পরীক্ষা চলছিল। আদালত পরিষ্কার জানিয়ে দিল, এবার থেকে যে বা যারা এটা করবেন, তারা শাস্তির আওতায় আসবেন। উল্লেখ্য, ২০১৩ সালের মে মাসে, সুপ্রিম কোর্ট (এসসি) ধর্ষণের শিকার ব্যক্তিদের উপর দুই আঙুলের পরীক্ষা নিষিদ্ধ করে কারণ এটি তাদের গোপনীয়তার অধিকার লঙ্ঘন করে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad