বাংলাদেশঃ সিঁদুর খেলায় বিদায় মহামায়ার, অপেক্ষার এক বছর

বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ বিজয়া দশমী। তাই এক চোখে আনন্দ আর অন্য চোখে বিষাদের ছাপ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তাই বিজয় দশমীতে সিঁদুর খেলায় মাতলেন বাগেরহাটের চিতলমারীর গৃহবধূরা। ত্রিনয়নী দেবী দুর্গার বিদায়ের বেলায় ভক্তদের মাঝে সর্বত্র বিষাদের সুর লক্ষ্য করা গেছে। পাশাপাশি দেবী দুর্গা মহিসাসুরকে পরাজিত করে বিজয় অর্জন করায় বিজয়ের আনন্দে মাতলেন ভক্তরা। একদিকে বিদায়ের বেদনা অন্যদিকে বিজয়ের আনন্দে বিজয়া দশমী উদযাপন করলেন ভক্তরা। বিদায়ী প্রণাম মন্ত্রের মাধ্যমে বুধবার (৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে দর্পণ বিসর্জন করা হয়। এর মধ্য দিয়ে মা-দুর্গাকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। বিদায়লগ্নে অনেক ভক্তরা অশ্রুসিক্ত কান্নায় ভেঙে পড়েন।
অন্যদিকে দেবীর বিদায়ের শুভক্ষণে সিঁদুর খেলায় মমাতলেন বধূরা। নারীরা দেবীর পায়ে লাল টকটকে সিঁদুর নিবেদন করেন। পরে সেই সিঁদুর একে অপরকে লাগিয়ে আগামী দিনের জন্য শুভকামনা করেন। সেই সঙ্গে স্বামী সন্তানের মঙ্গল কামনা করেন। বাগেরহাটের চিতলমারীর কুরামনি সর্বজনীন পূজামণ্ডপে সিঁদুর খেলায় অংশ নেওয়া- ভক্তি রানি বিশ্বাস, ফুলমালা বিশ্বাস, শিল্পী রানি বিশ্বাস, হিয়া বিশ্বাস (রিক্তা), রুপন্তী বিশ্বাস জানান, মায়ের বিদায়ের সুরে যেমন কষ্ট হচ্ছে তেমনি আবার আসবে বলে মনে সান্ত্বনা পাচ্ছি। এরই মাঝে তারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছেন, আগামী এক বছর স্বামী-সন্তান ও সংসারে সবাইকে সুখে শান্তিতে রাখেন প্রতিটি মুহূর্ত।

 দেশের প্রতিটি মানুষ যেন সুখে শান্তিতে থাকে সেই প্রার্থনাও করেছেন তারা।পাশাপাশি করোনা থেকে যেন দেশবাসী মুক্তিলাভ করে সে জন্য দুর্গা মায়ের কাছে প্রার্থনা করেছেন ভক্তরা। পরে সুখ শান্তির প্রত্যাশায় একে অপরকে সিঁথিতে সিঁদুর পরানোরর পাশাপাশি রাঙিয়ে তোলেন পুরো মুখমণ্ডল।
মায়ের অন্য এক ভক্ত হিয়া বিশ্বাস (রিক্তা) জানান, দুর্গাদেবীর পায়ে সিঁদুর দেওয়ার আমরা সেই সিঁদুর সারা বছর ব্যবহার করি। সিঁদুর কোটা যাত্রার মাধ্যমে স্বামী ও সন্তানের দীর্ঘায়ু কামনা করি। তারা যেন ভালো থাকেন এই কামনা করি আমরা। দেবী দুর্গার আজ বিদায়ের দিন। প্রতি বছর মা-দুর্গা আসেন অসুররূপী অপশক্তিকে বধ করতে। আমরা এবার কামনা করি, দেবী দেশ তথা বিশ্ববাসীকে করোনামুক্ত করবে। সারা পৃথিবী থেকে করোনা দূর হবে এই কামনা করি।
বিশিষ্ট ব্যবসায়ী ও মায়ের আরেক ভক্ত অনিমেষ বিশ্বাস জানান, দেবী দুর্গা অশুভ শক্তি অসুরকে দশম দিনে পরাজিত করে। সেটি পৌরানিক কাহিনীতে বিস্তারিত বর্ণনা করা আছে। বিজয়া দশমীতে হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ভক্তকুলে বিজয়ের আনন্দ বিরাজ করছে। বুধবার সকালে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় মূল আনুষ্ঠানিকতা। দেশ ও বিশ্ববাসীর সুখ, শান্তি ও সম্মৃদ্ধি কামনাও করেন তিনি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad