পশ্চিমবঙ্গ? নাকি হিটলারের জার্মানি? শুভেন্দুর টুইটার


নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ গতকাল রাতে করুণাময়ীতে অবস্থানরত চাকরি-প্রার্থীদের তুলে দেয় পুলিশ। আদালতের নির্দেশ কার্যকর করতে এই সিদ্ধান্ত হলেও, তা নিয়ে বিক্ষোভে উত্তাল বিরোধীরা। তাদের বক্তব্য, চাকরিপ্রার্থীদের দাবির সমাধানসূত্র না খুঁজে যেভাবে তাদের আন্দোলনকে ভেঙ্গে দেওয়ার চেষ্টা হল, তা নক্কারজনক। 

আর এ ব্যাপারে সিপিএম, কংগ্রেস, বিজেপি- সকলেই প্রায় এক সুরে পুলিশি হস্তক্ষেপের নিন্দা করেছেন। অন্যদিকে, বিজেপি বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এক টুইট বার্তায় বলেছেন, “পশ্চিমবঙ্গের  বর্তমান অবস্থা উদ্বেগজনক। রাজ্য প্রাথমিক শিক্ষা বোর্ড অফিসের কাছে তাদের বৈধ অবস্থান বিক্ষোভ জোর করে শেষ করার জন্য সল্টলেকে টিচার এলিজিবিলিটি টেস্ট ২০১৪-এর আন্দোলনরত প্রার্থীদের উপর বর্বর শক্তি প্রয়োগ করছে মমতা পুলিশ। পশ্চিমবঙ্গ? নাকি হিটলারের জার্মানি? নাকি হিটলারের জার্মানি?

অন্যদিকে, ভোর সাড়ে চারটের সময় নিউটাউন থানা থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত একটি গাড়ি ১৮ জন চাকরিপ্রার্থীকে নিয়ে যায়। তখনও পর্য়ন্ত ৫০ জনের মতো চাকরিপ্রার্থী নিউটাউন থানার ভিতরেই ছিলেন। তাঁদের ছেড়ে দিতে চাইলেও রাতে তাঁরা যেতে চাননি বলেই পুলিশ সূত্রে খবর। আন্দোলনের মূল তিন নেতা খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন চাকরিপ্রার্থী আন্দোলনকারীরাএ ব্যাপারে থানা থেকে বেরিয়ে ক্ষোভ উগড়ে দেন তারা।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad