চলতি বছরে ধরা পড়েছে ৫২ হাজার মাতাল, এবার মাতালদের বাড়িতে লাগানো হল সতর্কতা পোস্টার


 মদ পান করে ধরা পড়লে অনেক সময় বাড়ির লোকজন বা দূরের আত্মীয়রা জানতে পারেন না, তারা যাতে এবার থেকে তার সেই ‘কুকীর্তির’ কথা জানতে পারে তাই এই পোস্টার লাগানোর ভাবনা।

ভয়েস ৯, পাটনাঃ  এবার মাতাল হিসাবে জরিমানা আদায় করাই নয়, মাতালদের বাড়িতে সতর্কতা পোস্টারও লাগিয়ে দিচ্ছে প্রশাসন। বিহারের গোপালগঞ্জে মাতাল লোকদের বাড়ির বাইরে এই পোস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে সকলেই এদের চিনতে পারে। উল্লেখ্য, বিহারে মদ পান করা নিষিদ্ধ। কেউ যদি বিহারে মদপান করতে গিয়ে ধরা পড়েন তবে ধৃতের পাশাপাশি তার পরিবারকেও ভোগান্তি পোহাতে হতে পারে

জানা গেছে, এই পোস্টারে লেখা আছে - 'জরিমানা করার পরে আপনাকে প্রথমবারের মতো মদপান করার অভিযোগে মুক্তি দেওয়া হবে। কিন্তু, আপনি যদি দ্বিতীয়বার মদ্যপান বা পান করতে গিয়ে ধরা পড়ে তবে আপনাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হবে।‘

অ্যালকোহল নিষিদ্ধকরণ বিভাগ এই আদেশ জারি করার পরে, গোপালগঞ্জে মদপান করার অভিযোগে ধরা পড়া লোকদের বাড়িতে পণ্য বিভাগ এই সতর্কতা পোস্টারটি আটকানো শুরু করেছে। মদ পান করে ধরা পড়লে অনেক সময় বাড়ির লোকজন বা দূরের আত্মীয়রা জানতে পারেন না, তারা যাতে এবার থেকে তার সেই ‘কুকীর্তির’ কথা জানতে পারে তাই এই পোস্টার লাগানোর ভাবনা।

জানা গেছে, গোপালগঞ্জে বিধানসভার উপ-নির্বাচন রয়েছে নির্বাচনের আগে হাজার হাজার মাতাল ধরা পড়েছে। তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পণ্য বিভাগের মতে, ২০২২ সালের এপ্রিল থেকে প্রায় ৫২ হাজার মাতাল ধরা পড়েছে, যাদের বাড়িতে এবার সতর্কতা পোস্টার লাগানো হচ্ছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad