গভীর রাতে চন্দননগরে নাকা চেকিং, পুলিশ কমিশনার জানালেন, বেআইনি শব্দ বাজির বিরুদ্ধে অভিযান চলছে

নিজস্ব প্রতিনিধি, হুগলিঃ সামনেই কালীপুজো, আর তার পরেই চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো। আসন্ন পুজোতে যাতে অপরাধমূলক কাজকর্ম না হয় এবং অন্যদিকে নিষিদ্ধ শব্দবাজি ও বে-আইনি মদ পাচার রুখতে হুগলি পুলিশ তৎপর। শনিবার রাত এগারোটা থেকে ভদ্রেশ্বর, চন্দননগর, চুঁচুড়ার গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং শুরু হয়। গাড়ি, বাইক থামিয়ে চেকিং চলে। তল্লাশি চালানো হয় শহরে ঢোকা-বেরোনোর রাস্তাগুলোতে। পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডিসিপি চন্দননগর ভিদিত রাজ বুন্দেশকে নিয়ে ভদ্রেশ্বর, চন্দননগর, চুঁচুড়ার বিভিন্ন জায়গায় নাকা কেমন চলছে তা ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ কমিশনার বলেন, ''সামনে জগদ্ধাত্রী পুজো তার আগে কালী পুজো রয়েছে। বেআইনি শব্দ বাজির বিরুদ্ধে অভিযান চলছে। এছাড়া, চুরি ছিনতাই যাতে না হয় তার জন্য পুলিশি সক্রিয়তা বাড়ানো হয়েছে।“ জানা গেছে, দিন ও রাতে এই নাকা চেকিং চালানো হবে। শুধু শব্দ বাজি নয়, বেআইনি মদ পাচার রোখা ও অপরাধীদের গ্রেপ্তার করার কাজও জেলা পুলিশ চালিয়ে যাবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad