কুড়িগ্রামে জেলের বর্শিতে উঠলো ৬২ কেজির বাঘাইর

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: কুড়িগ্রামে এক জেলের বরশিতে ৬২ কেজির বাঘাইড় মাছ ধরা পড়েছে । সেই মাছ বাজারে নিয়ে আসলে দেখতে কৌতূহলী মানুষের ভীড় জমে। বৃহস্পতিবার(০৩ নভেম্বর) রাত ১০টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী বাসস্ট্যান্ডের এশিয়া মার্কেটে মাছটি নিয়ে আসা হয় ব্যাটারীচালিত অটোরিক্সায় করে। অটোরিক্সার সিট জুড়ে মাছটির অবয়ব। সেটি নিয়ে নানা আলোচনায় ভীর জমায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। মাছের মালিক হানিফ আলী। তার বাড়ি নাগেশ্বরী উপজেলার বানুরখামার এলাকায়। মাছ ব্যবসায়ী হানিফ জানান, চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বর্শিতে মাছ ধরেছেন এক স্থানীয় জেলে। তার কার থেকে মাছটি কিনে এনেছেন নাগেশ্বরীতে। এখানে মাছটি কেটে ১৬শ টাকা কেজি দরে বিক্রি করতে চাচ্ছেন। এতে মাছটির দাম আসবে প্রায় লাখ টাকা। কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা উভয়ই খুশি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad