Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

ব্রাজিলে দুটি স্কুলে সশস্ত্র বন্দুকধারীর গুলিতে নিহত ৩, আহত ১১

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ ব্রাজিলের এস্পিরিতো সান্তো রাজ্যের দুটি স্কুলে শুক্রবার এক সশস্ত্র বন্দুকধারীর গুলিতে কমপক্ষে তিনজন নিহত ও ১১ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। "প্রিমো বিট্টি স্কুল এবং প্রাইয়া দে কোকুইরাল এডুকেশনাল এডুকেশনাল সেন্টারে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন এস্পিরিতো সান্তোর গভর্নর। 
ব্রাজিলের দুটি স্কুলে যে বন্দুকধারী গুলি চালিয়েছিল, তার কাছে একটি আধা-স্বয়ংক্রিয় অস্ত্র ছিল বলে জানা গেছে, যা নিরাপত্তা ফুটেজে ধরা পড়েছে। অভিযুক্ত বন্দুকধারীকে সামরিক পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে, তবে তার মুখটি ঢাকা ছিল। পুলিশ সূত্রে জানা গেছে,বন্দুকবাজের বয়স ১৬ বছর বলে সন্দেহ করা হচ্ছে। 
সিএনএন-এর খবরে বলা হয়, দেশটির রাজধানী ভিটোরিয়া থেকে ৫০ মাইল উত্তরে অবস্থিত ছোট শহর আরাক্রুজে এই হামলা চালানো হয়। শুক্রবার এক টুইট বার্তায় এস্পিরিতো সান্তোর গভর্নর রেনাতো কাসাগরান্দে জানিয়েছেন, 'নিরাপত্তা বাহিনীর হাতে হামলাকারী ধরা পড়েছে। আমি তিন দিনের আনুষ্ঠানিক শোক ঘোষণা করেছি। আমরা এই তদন্ত চালিয়ে যাব এবং শীঘ্রই জানতে পারব, কেন এটা ঘটল।"
Kadija Fernandes/AFP/Getty Images

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad