মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জেলে বশির মোংলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার মোঃ তৈয়ব আলি শেখের ছেলে। বৈঠাচালিত নৌকায় করে তিনি সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাছ আহরণ করতেন।
ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের মরা পশুর নদীর ভদ্রা এলাকায় বৈঠাচালিত নৌকা থেকে পরে নিখোঁজ হয়েছিলেন তিনি। শনিবার (১৯ নভেম্বর) সকাল থেকে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা বশিরের সন্ধ্যানে তল্লাশি চালালে কোনো খোঁজ মেলেনি তার।
আজ সকালে কানাইনগর এলাকা সংলগ্ন পশুর নদী থেকে ভাসমান অবস্থায় বশির শেখের মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।