পুরুলিয়া থেকে যাত্রা শুরু, আজ বাঁকুড়ায় 'মৃগয়ার' নায়ক, রাজনীতির বাইরের মানুষের ভিড় তাকে একপলক দেখার জন্য

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ পুরুলিয়ার লাল মাটি থেকে তার যাত্রা শুরু হয়েছিল। আজ বাঁকুড়ার লাল মাটিতে। তার বলতে বাঙালির প্রিয় অভিনেতা তথা 'এক নদীর গল্প' কিংবা 'শুকনো লঙ্কা'র নায়ক মিঠুন চক্রবর্তী। তৃণমূলের মুখপাত্র অবশ্য এই মিঠুনকে 'বাঙালির গর্ব, বাংলার লজ্জা' বলে অভিহিত করেছেন। অবশ্য, রাজনীতির বাইরে থাকা মানুষদের কাছে এসব কথায় কিছু যায় আসে না। 
তারা একপলক তাদের প্রিয় নায়ককে দেখার জন্য পাগল। শুধু মুম্বাই ফিল্ম জগত নয়, এই বাংলার চলচ্চিত্র জগতে অসামান্য ছবি তিনি উপহার দিয়েছেন। তৃণমূল নেতা তথা সাংসদ দেবের সঙ্গে জোট বেঁধে তিনি বেশ কিছু ছবি করেছেন। ফ্লোরে রয়েছে আর একটি ছবি।
মিঠুনের পরিচয়, তিনি যতটা না নেতা, তার চাইতে অভিনেতা। যদিও তার আগমনে বঙ্গ রাজনীতির মধ্যে শুরু হয়েছে সেই একই খেলা। পুরুলিয়ায় তিনি বলেছিলেন, "আমি তো বড় বহিরাগত। এখানেই জন্মেছি। হিন্দুস্তান এক হ্যায়। এত ভাগ কীসের?" এই মিঠুন এবারও বিজেপির হয়ে প্রচারে বাংলায়। নজরে পঞ্চায়েত নির্বাচন। 
বিজেপির হয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রচার চালাবেন তিনি। তার আগেই যাবতীয়ভাবে নিজেদের গুটি সাজিয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতেই এবার রাজ্যে এসেছেন মিঠুন চক্রবর্তী। ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েত ভোটের প্রচার করবেন মিঠুন। আজ, ২৪ তারিখ বাঁকুড়া, ২৫ তারিখ বিষ্ণুপুর, ২৬ নভেম্বর আসানসোল ও শেষ দিন ২৭ তারিখ বোলপুরে প্রচার চালাবেন অনুব্রত মণ্ডলের গড়ে। এর আগে বিধানসভা নির্বাচনের সময়ও রাজ্যে এসেছিলেন মহাগুরু। আজ তিনি দূর্লভপুরে দলের সাংগঠনিক বিষয় নিয়ে দলের নেতাদের সঙ্গে মিলিত হবেন। তার সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিকালে তিনি মেজিয়াতে এক রাজনৈতিক সমাবেশে ভাষণ দেবেন।
ছবিঃ দীনেশ ঘোষ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad