ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মোট ১২টি জায়গায় তল্লাশি অভিযানে ইডি

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ আজ সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় ম্যারাথন তল্লাসী শুরু করেছে কেন্দ্রিয় তদন্ত সংস্থা ইডি। কলকাতা ও সল্টলেকের মোট পাঁচটি জায়গায় আলাদা আলাদা ভাবে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। জানা গেছে, একইসঙ্গে প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যের কয়েকটি জায়গায় অভিযান চালাচ্ছে এই কেন্দ্রিয় সংস্থা। পশ্চিমবঙ্গের মোট ৪ টি জায়গায় ও ঝাড়খণ্ডের ৮ টি জায়গায় এই তল্লাশি চালানো হচ্ছে। ঝাড়খণ্ডেই মূলত ভারতীয় সেনার জমি বেআইনিভাবে দখল করার অভিযোগ উঠেছে। 
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে বলা হয়েছে, তল্লাশি চলছে কলকাতার এক ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়ি ও অফিসে। দুটি টিম গেছে সল্টলেকে সেক্টর ফাইভে। অন্য ২টি টিমের গন্তব্য জানা যায়নি। কিন্তু কে এই অমিত আগরওউয়াল? ঝাড়খণ্ডের বিধায়ক পঙ্কজ মিশ্র, যার ৩৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১১.৮৮ কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি, অমিত আগরওয়াল হলেন সেই পঙ্কজ মিশ্রের ঘনিষ্ঠ ব্যবসায়ী। অমিতের বিরুদ্ধে ইডির অভিযোগ, তিনি ভারতীয় সেনার জমি দখল করে বিক্রি করেছেন। ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত আগরওয়ালের ঘনিষ্ঠতা রয়েছে বলে জানতে পেরেছেন তাঁরা।
জানা গেছে, গড়িয়াহাটে যে টিমটি যায়, তাদের উদ্দেশ্য ছিল, একটি আবাসনের চতুর্থ তলার ফ্ল্যাটে তল্লাশী চালানো। এই ফ্ল্যাটটি জনৈক সঞ্জয় ঘোষের। তল্লাশীর পর ফ্ল্যাটটি সিল করে দিয়েছে ইডি র আধিকারিকরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad