বর্ধমানের কালনায় অজানা কারণে শ’য়ে শ’য়ে পথ কুকুরের মৃত্যু, কারণ কি ভাইরাস?

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ গত নভেম্বর মাস জুড়ে কমপক্ষে তিনশো পথ-কুকুরেরে মৃত্যু ঘটেছে কালনায়। এই গণ-মৃত্যুর ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসনও। রাজ্যের প্রাণি সম্পদ উন্নয়ন দপ্তর ও সরকারি পশু হাসপাতালের চিকিৎসকরাও এর কারণ খোঁজার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। অন্যদিকে, জীবিত পথ-কুকুররদের ভ্যাকসিন দেওয়ারকাজ শুরু করেছে কিছু পশু-প্রেমী সংগঠন।
কিন্তু, কেন পথ কুকুরদের এই গণ মৃত্যু? এর পিছনে কি রয়েছে কোন ভাইরাস, যার ফলে এক কুকুর থেকে অন্য কুকুরে ছড়িয়ে পড়ছে এই রোগ, বাড়ছে মৃত্যু? জানা গেছে, প্রথমে ঝিমুনি ও পরে নিথর হয়ে পড়ছে। ইতিমধ্যেই পথ কুকুরদের রক্ত সংগ্রহ করে পাঠানো হয়েছে।
 এখনো বিস্তারিত রিপোর্ট না এলেও প্রাথমিক উপসর্গ দেখে  পশু চিকিৎসকরা মনে করছেন এটি ডিসটেম্পার রোগ। ডিসটেম্পার একটি ভাইরাল রোগ, যা কুকুরের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল, শ্বাসযন্ত্র এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। ক্যানাইন ডিসটেম্পার ভাইরাস (সিডিভি) এই রোগের কারণ হয়। এটি অত্যন্ত সংক্রামক, এবং প্রায়ই মারাত্মক হয়। যদিও ক্যানাইন ডিসটেম্পার বিশ্বজুড়ে পাওয়া যায়, তবে টিকাগুলি মৃত্যুর সংখ্যাকে ব্যাপকভাবে হ্রাস করেছে। 
জানা গেছে, এই রোগটি অত্যন্ত সংক্রামক এবং প্রাণঘাতী। এটি শরীরের একাধিক সিস্টেমকে আক্রমণ করে হোস্টের মধ্যে গুরুতর অসুস্থতা সৃষ্টি করে, যার ফলে একটি ব্যাপক সংক্রমণ ঘটে যা চিকিত্সা করা কঠিন। এই রোগের ভাইরাস বাতাসবাহিত, কাজেই কুকুর মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রাণী সম্পদ দপ্তরের আশঙ্কা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad