দুই 'পোপা' মাছেই বদলে গেলো গণি মাঝির জীবন

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা:সেন্ট মার্টিনের প্রবালদ্বীপে গণি নামে এক মাঝির জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের দুটি পোপা মাছ। ০৮ নভেম্বর (মঙ্গলবার) ভোরে মাছ দুটি ধরা পড়ে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলারে করে মাছ দুটি টেকনাফে নিয়ে আসা হয়। মাছ দুটির দাম হাঁকা হচ্ছে সাড়ে ৬০ লাখ টাকা। স্থানীয় মানুষদের কাছে মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত।
 এ মাছের প্রধান আকর্ষণ হলো পেটের ভেতর থাকা পটকা বা বায়ুথলি (এয়ার ব্লাডার)। এই বায়ুথলি দিয়ে এক ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এজন্যই এই পোপা মাছের আকাশচুম্বী দাম।
গণি মাঝি জানান, মাছ শিকার করতে বোট নিয়ে বঙ্গোপসাগরে যাই। আজ ভোরে জালে দুটি বড় কালা পোপা মাছ ধরা পড়ে। মাছ দুটি বোটে তুলে কোথাও না গিয়ে তীরে ফিরে আসি। মাছ দুটির প্রাথমিক দাম ৬০ লাখ টাকা ধরা হয়েছে। দেখি শেষ পর্যন্ত কে নেন? এ
 বিষয়ে সেন্ট মার্টিনের বাসিন্দা জসিম উদ্দিন শুভ বলেন, দুটি পোপা মাছ ধরার খবর পেয়ে দেখতে এসেছি। আসলে এ রকম মাছ দেখতে খুব ভালো লাগে। গণি মাঝি আগেও এ রকম বড় মাছ পেয়েছিল। আশা করি মাছ দুটি তার কপাল খুলে দেবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad