Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

চারধাম যাত্রার পথে উত্তরখন্ডে গাড়ি খাদে, মৃত ১২, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ উত্তরখন্ডে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় মারা গেলেন ১২ তীর্থযাত্রী। এরা সকলেই চারধাম যাত্রায় বেরিয়েছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, একটি টাটা সুমো ভাড়া করে.১৭ জন যাত্রী জাখোল গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। গতকাল দুপুরে গাড়িটি বের হয়েছিল যোশীমঠ থেকে। বিকাল ৪ টে নাগাদ উত্তরাখন্ডের চামেলীর কাছে উরগ্রাম এলাকায় আচমকাই মোড় ঘুরতে গিয়ে গাড়িটি পড়ে যায় ৩০০ ফুট খাদে। ছাদে বসে থাকা ২ জন কোনরকমে লাফ দিতে পারেন। বাকি ১৫ জন যাত্রীসমেত গাড়িটি খাদে পড়ে যায়। 
উদ্ধারকার্য শুরু করার পর মোট ১২ টি মৃতদেহ পাওয়া গেছে। আরো ৩ জনের জন্য তল্লাশী চলছে। মোলির এসপি প্রমেন্দ্র দোভালকে জানান, যাত্রীরা পল্লা জাখোল গ্রাম থেকে জোশীমঠের দিকে যাচ্ছিলেন, গাড়িটি ওভারলোডেড ছিল এবং কিছু লোক ছাদে বসে ছিল। নিহতদের অধিকাংশই কিমানা, কালকোট, দুমক ও পাল্লা গ্রামের বাসিন্দা। খাদটি ৩০০ মিটারেরও বেশি গভীর ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি যেখানে পড়ে গিয়েছিল, সেখানে পৌঁছানো বেশ কঠিন ছিলস। পিটিআই একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানিয়েছে। 
এসডিআরএফ সমস্ত মৃতদেহ সনাক্ত করে উদ্ধার করেছে। এসডিআরএফ-এর প্রকাশ করা তালিকা অনুযায়ী, দুর্ঘটনায় নিহতদের নাম দলীপ সিং চৌহান, সিতাব সিং চৌহান, সুবোধ সিং, বিক্রম সিং, কাশ্মীরা দেবী, লক্ষ্মণ সিং, তাজওয়ার সিং, রাজেশ্বরী, গজেন্দ্র সিং, রঞ্জিত সিং এবং গব্বর সিং এবং শিব সিং। আহতদের মধ্যে রয়েছেন এলাহাবাদের অজিত যাদব, হাপুরের রোহিত প্রজাপতি এবং মহাবীর সিং। 
এসপি অফিস জানিয়েছে, হেমন্ত চৌহান এবং জিৎপাল যারা মুহূর্তের মধ্যে গাড়ি থেকে লাফ দিয়েছিলেন। তারা অক্ষত আছেন। গাড়ি দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি। চামোলির জেলাশাসক সঙ্গে ফোনে কথা বলে দ্রুত গতিতে ত্রাণ ও উদ্ধার কাজ চালানোর নির্দেশ দেন এবং আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী নিহতদের পরবর্তীদের প্রত্যেককে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad