মেঘালয়ের ৩ বিধায়ক পদত্যাগ করলেন, যোগ দিতে চলেছেন বিজেপিতে

ভয়েস ৯, নর্থ ইষ্ট ডেস্কঃ মেঘালয় রাজ্যের তিনজন বর্তমান বিধায়ক, যার মধ্যে রয়েছেন ক্ষমতাসীন এনপিপির দুজন বিধায়ক, তারা আগামী মাসে বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জানা গেছে, ইতিমধ্যে, আজ সোমবার তারা বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। এই তিন বিধায়ক হলেন, মাওসিনরামের টিএমসি বিধায়ক, এইচএম শাংপলিয়াং, রাকসামগ্রে এনপিপি বিধায়ক, বেনেডিক আর মারাক এবং এনপিপি সেলসেলার বিধায়ক ফার্লিন সিএ সাংমা। তারা বিধানসভার স্পিকার মেটবাহ লিঙ্গদোহের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। এনপিপি পার্বত্য রাজ্যে ক্ষমতাসীন মেঘালয় ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এমডিএ) সরকারের প্রধান।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad