শ্রীশ্রী ১০৮ স্বামী ড. প্রজ্ঞাদাস কাঠিয়াবাবাঃ যেমন দেখেছি তাঁরে


মানুষের চলার জীবনে তিনি এক স্বর্গীয় আলোক দিশা। তিনি ছিলেন অসামান্য জ্ঞানের ভান্ডার। তিনি ছিলেন এই কর্মময় জগতে নিষ্কাম কর্মের আদর্শ রূপ। তিনি ছিলেন আর এক নবজাগরণের পথিকৃৎ। তিনি হলেন শ্রী শ্রী ১০৮  স্বামী ড.  প্রজ্ঞাদাস  কাঠিয়া বাবাজী মহারাজ। তাকে নিয়েই ‘সংবাদ ভয়েস ৯’ এর ‘ধর্মক্ষেত্রে’ বিশেষ ধারাবাহিক রচনা “যেমন দেখেছি তাঁরে।“ 






পরম শ্রদ্ধেয় বাবাজী মহারাজের আশীর্বাদে ‘সংবাদ ভয়েস ৯’ তার পথ চলা শুরু করে মাত্র ৬ মাস আগে। ইতিমধ্যেই আমাদের বিশ্বব্যাপি ডিজিটাল সংবাদপত্রের পাঠক সংখ্যা লক্ষের চৌকাঠে। আমাদের বাঙালি পাঠক ছড়িয়ে আছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ছাড়াও বাংলাদেশ, কানাডা, আমেরিকা, জার্মানী, নিউজিল্যান্ড, ফ্রান্স, ওমান, আয়ারল্যান্ড সহ বিশ্বের আরো কয়েকটি দেশে।

 আমাদের লক্ষ্য শ্রীশ্রীবাবাজী মহারাজের আদর্শ ও বাণী বিশ্ব বাঙালির দুয়ারে পৌঁছে দেওয়া। যারা শ্রীবাবাজী মহারাজকে আজও ভালোবাসেন, তাদের কাছে অনুরোধ, তারা যেন এই প্রতিবেদনটি তাঁর অগণিত ভক্তদের কাছে পৌছে দেন। “যেমন দেখেছি তাঁরে” পর্বে থাকছে ভক্তদের চোখে শ্রীশ্রী বাবাজী মহারাজ। এই সংবাদপত্র ও আসন্ন ‘ভয়েস ৯, নিউজ টিভি’ এর প্রধান সম্পাদক তারক ঘোষের লেখা দিয়েই আগামিকাল থেকে শুরু হবে এই বিশেষ প্রতিবেদন। 



এই প্রতিবেদনের ২ টি ভাগ। প্রথম ভাগ ২০০৩ সাল থেকে ২০১৪ এর ২৮ ফেব্রুয়ারী। আর দ্বিতীয় ভাগ ২০১৪ থেকে ২০২২ এর ডিসেম্বর। এক মহাপুরুষের আগমনে পূর্ব বর্ধমানের ছোট্ট গ্রাম নতুনগ্রাম কীভাবে নতুন্ প্রাণ পেল, সেই জায়গা থেকে শুরু আমাদের এই প্রতিবেদন। আর তারপর তার অকাল প্রয়াণের পর কীভাবে, তার সৃষ্টি হারিয়ে যেতে বসেছে, সেই সময়কাল পর্যন্ত। 


মহাপ্রয়াণের আগের দিন শ্রীশ্রী বাবাজী মহারাজের শেষ ছবি।

এখানে উঠে আসবে অনেক চেনা-অচেনা মুখ, শ্রীশ্রী বাবাজী মহারাজের জীবনের নানা কথা, তার দর্শন, তার সদভাবনা ও মানুষের জন্য তার অসংখ্য কাজের কথা। তিনি এই কলিযুগে এসে মানুষের মধ্যে কীভাবে নবজাগরণের সূচনা করেছিলেন, সেই কথা। এখানে উঠে আসবে শ্রীবাবাজী মহারাজের পাশে থাকা কয়েকজন চেনা মুখের কথা, যারা আজও তার আদর্শ নিয়ে পথ চলছেন। অনেক আবার হারিয়ে গেছেন তার আদর্শ থেকে, থাকছে তাদের কথাও।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad