নির্বাচন কমিশনের নির্দেশে হিমাচল প্রদেশ ও গুজরাটের এক্সিট পোল সম্প্রচার এবং মুদ্রন বন্ধ

ভয়েস ৯, নতুন দিল্লিঃ গতকাল ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) একটি নির্দেশনামা জারি করে হিমাচল প্রদেশ এক্সিট পোলের পূর্বাভাসের সম্প্রচার এবং প্রকাশনা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, হিমাচলে ১২ নভেম্বর ভোট হবে এবং গুজরাটে ১ ও ৮ ডিসেম্বর দুই দফায় ভোট হবে। 
নির্দেশে বলা হয়েছে, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে ৫ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত জন্য কোনো প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় এক্সিট পোলের পূর্বাভাষ মুদ্রিত বা সম্প্রচার করা যাবে না। 
নির্বাচন কমিশ জানিয়েছে, "গণপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ এর ধারা ১২৬এ এর উপ-ধারা (১) এর অধীনে ক্ষমতা প্রয়োগ করে, উক্ত ধারার উপ-ধারা (২) এর বিধানগুলি বিবেচনা করে, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে ৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কোনও এক্সিট পোল পরিচালনা করা এবং প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রকাশ বা প্রচার বা অন্য কোনও উপায়ে প্রকাশ করা বা প্রচার করা যাবে না। হিমাচল প্রদেশ ও গুজরাটের বিধানসভাগুলির নির্বাচনের সঙ্গে সম্পর্কিত এক্সিট পোলের ফলাফল নিষিদ্ধ করা হবে।“

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad