‘বাংলার বাড়ি’ প্রকল্পে কাজ নামমাত্রঃ হুগলির তারকেশ্বর পুরসভা সহ ২১ টি পুরসভাকে সতর্ক করলেন ফিরহাদ হাকিম


শম্পা দত্ত, কলকাতাঃ
‘বাংলার বাড়ি’ প্রকল্পে রাজ্যের ২১ টি পুরসভা ঠিকঠাক কাজ করছে না এবং এই পুরসভাগুলি তাদের লক্ষ্যমাত্রা পূরণেও ব্যর্থ। এই ২১ টি পুরসভার মধ্যে রয়েছে হুগলির তারকেশ্বর পুরসভাও। অন্যন্য পুরসভাগুলি হল উত্তর-২৪ পরগনা জেলার নৈহাটি ও বনগাঁ, বীরভূম জেলার সিউড়ি ও রামপুরহাট, হুগলির তারকেশ্বর ও নদিয়ার কল্যাণী ইত্যাদি। 


আর এই নিয়েই রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ওই ২১টি পুরসভাকে সতর্ক করে দিলেন, একইসঙ্গে সাফ জানিয়ে দিলেন আগামী ডিসেম্বর মাসের মধ্যেই এই প্রকল্পে ভালো কাজ করে দেখাতে হবে। না-হলে ব্যর্থ পুরসভার বরাদ্দ বাড়ি অন্য পুরসভাকে দেওয়া হবে। এক ভার্চুয়াল বৈঠকে ফিরহাদ হাকিম ওই ২১ টি পুরসভার চেয়ারম্যানদের সঙ্গে আলাদা করে বৈঠক করে এই নির্দেশ দেন।
 অন্যদিকে, পুর ও নগরোন্নয়ন দফতরের রিপোর্টে বলা হয়েছে, ওই ২১ টি পুরসভা প্রকল্পের টাকা  খরচ করতে পারছে না, পুরসভাতেই পড়ে আছে। অথচ সাধারণ মানুষ, যাদের ঘর নেই সেই আমজনতা এর সুযোগ পাচ্ছে না। 
এছাড়া এই রিপোর্টে বলা হয়েছে, পুরসভাগুলি এই প্রকল্প রূপায়নে আগ্রহ দেখাচ্ছে না। কোন কোন পুরসভা মাত্র ২০-৩০ টি বাড়ি তৈরি করতে পেরেছে। 
জানা গেছে, এই রাজ্যে মোট ১২০টি পুরসভা ও ৭টি পুরনিগমে এই প্রকল্পের কাজ হচ্ছে, যার মাধ্যমে গরিব মানুষদের জন্য বাড়ি নির্মাণ করা হচ্ছে। অথচ রাজ্যের ২১টি পুরসভায় এই প্রকল্পের অধীনে কাজ হয়েছে নামমাত্র।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad