কুকুরের কামড়ানোর ৬ মাস পর 'ঘেউ ঘেউ' করতে শুরু করল কটকের এক ব্যক্তি

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ এতদিন কেউ এটা বিশ্বাস করত না, কিন্তু এবার অনেকের বিশ্বাস হলো, যখন কটকের এক কুকুরে কামড়ানো ব্যক্তি ৬ মাস পর 'ঘেউ ঘেউ' করে ডাকতে শুরু করল। জানা গেছে, কটকের আঠাগড় থানার উদেইপুর গ্রামের বাসিন্দা এক ব্যক্তি কুকুরের কামড়ানোর ৬ মাস পর মঙ্গলবার থেকে কুকুরের মতো শব্দ করতে শুরু করেছেন।
জানা গেছে, রাজেশ বেউরা নামে ওই ব্যক্তি কুকুরের কামড়ের পর  কুকুরে কামড়ানোর ভ্যাকশিন নিতে পারেন নি।  ভেবেছিলেন ঠিক হয়ে যাবে। হঠাৎ ১ নভেম্বর কুকুরের মতো 'হাউমাউ' করতে শুরু করেন তিনি। 
 ওড়িশার স্থানীয় একটি সংবাদপত্র জানিয়েছে, ওই অসুস্থ ব্যক্তিরপরিবারের সদস্যরা তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর তাকে কটকের এসসিবি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। ডাক্তারদের মতে, কুকুরের কামড় হাইড্রোফোবিয়া বা জলের ভয়কে বাড়িয়ে তোলে। এটা হলো The Simplums Includ Laryngosm। এর ফলে রোগী অনেকটা কুকুরের মতো আওয়াজ করে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad