বিহারে মদ্য নিষিদ্ধ, বিষাক্ত মদ খেয়ে মৃত ৭

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ বিহারে মদ নিষিদ্ধ, লুকিয়ে মদ্যপান করলে তার জন্য শাস্তির বিধান আছে। অথচ, সেই বিহারে মদ নিয়ে কড়াকড়ির মধ্যেই বিষাক্ত মদ পান করে ৭ ব্যক্তির মৃত্যু ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বিহারের সারণ জেলাযর। এখানে বিষাক্ত মদ পান করে সাতজন মারা গেছেন এবং আরও বেশ কয়েকজন দৃষ্টিশক্তি হারিয়েছেন। মৃত সাতজন মাসরাখের বাসিন্দা। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। 
 মঙ্গলবার সন্ধ্যায় দুপুরে মদ খাওয়ার পর থেকে আক্রান্তদের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। এই ঘটনার পর, পার্শ্ববর্তী এলাকার গ্রামবাসীরা ৭৩ ও ৯০ নং মহাসড়ক অবরোধ করে এবং ক্ষতিপূরণের পাশাপাশি নকল মদ বিক্রিকারী অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায়। তবে জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে। আধিকারিকরা সদর হাসপাতাল চাপড়া এবং অন্যান্য বেসরকারী হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের বিবৃতিও নিচ্ছেন। এর আগে গত আগস্টে সারণ জেলার মাসরাখ ও মারাউরা গ্রামে ১৩ জন প্রাণ হারান। 
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বিহারে নকল মদের কারণে ১৭৩ জন প্রাণ হারিয়েছেন।এ বছর জানুয়ারীতে বিহারের নালন্দা জেলায় কমপক্ষে সাতজন ব্যক্তি নকল মদ পান করার পরে মারা গগিয়েছিলেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad