Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

উত্তর প্রদেশ: সহপাঠীদের সঙ্গে মারামারি করতে গিয়ে মৃত ক্লাস টু-এর ছেলে ; তদন্তের নির্দেশ

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, শিবম নামে ওই ছাত্র সহপাঠীদের সঙ্গে মারামারির পরে মারা যায়। পুলিশ জানায়, গতকাল ঝগড়ার সময় সহপাঠীরা তার বুকে ঝাঁপিয়ে পড়ায় শিবম নামে ওই বালকের মৃত্যু হয়। ৭ বছর বয়সী শিবমকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, অভ্যন্তরীণ আঘাতের কারণে মারা যায়। স্কুল প্রশাসনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 
জানা গেছে, এই ঝগড়ার সূত্রপাত সোমবার কিষাণপুর গ্রাম। সেখানে ওইদিন শিবম এবং আরও কয়েকজন ছাত্রের মধ্যে ঝগড়া শুরু হয়। শিকোহাবাদ থানার স্টেশন হাউস অফিসার হরবীন্দ্র মিশ্র জানিয়েছেন, দেহটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 
জেলা ম্যাজিস্ট্রেট রবি রঞ্জন জানিয়েছেন, বেসিক এডুকেশন অফিসার আশিস কুমার পান্ডে এবং এসডিএম শিকোহাবাদ শিব ধ্যান পান্ডে তদন্তের ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, 'ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর এবং স্কুলের প্রিন্সিপাল, শিক্ষক ও শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad