পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত দম্পতি মেয়েটিকে স্কুল শিক্ষা প্রদানের অজুহাতে শহরে তাদের বাড়িতে নিয়ে আসে, কিন্ত্ স্কুলে না পাঠিয়ে মেয়েটিকে তাদের গৃহকর্মী হিসাবে নিয়োগ করে। এই দম্পতি নাবালিকা মেয়েটিকে ঘরের কাজে ভুল ধরে, তার উপর নিয়মিত নির্যাতন করত। ছোট মেয়ে ঠিক মতো ঘরের কাজ করতে না পারলেই জুটতো মার। অভিযোগ, নির্মম অত্যাচার জুটতো ওই নাবালিকার কপালে। স্কুলের কথা বললেই আবার মার। এভাবেই চলছিল।
মঙ্গলবার, তারা মেয়েটিকে নির্মমভাবে মারধর করে, গুরুতর আহত অবস্থায় সালিয়া সাহি এলাকায় রাস্তার ধারে ফেলে দেয়।
গতকাল সন্ধ্যায় চাইল্ডলাইনের সদস্যরা সালিয়া সাহি এলাকা থেকে ওই নাবালিকাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করার পরে বিষয়টি সামনে আসে।
খবর পেয়ে নয়াপল্লী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে চিকিৎসার জন্য ক্যাপিটাল হাসপাতালে নিয়ে যায়। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে ওই দম্পতির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এবং জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন) অ্যাক্টের বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।