জানা গেছে, ভোর ৪টে নাগাদ তেহরি জেলার ভিলাঙ্গানা ব্লকের কেমারাসৌরে বন বিভাগের একটি দল গুলদারকে হত্যা করে। গত ২৭ নভেম্বর গুলদার মেকোট গ্রামের আনাভ নামে ১২ বছরের এক কিশোরকে খুন করে। স্থানীয় গ্রামবাসীদের দাবির ভিত্তিতে, বন বিভাগ গুলদারকে নরখাদক হিসাবে ঘোষণা করেছিল এবং তাকে হত্যা করার জন্য শ্যুটার জয়হুকিল এবং গম্ভীর সিং ভান্ডারিকে এলাকায় মোতায়েন করেছিল। গুলদারের অবস্থান সনাক্ত করার জন্য নয়টি ট্র্যাপ ক্যামেরা এবং খাঁচা বসানো হয়। রেঞ্জ অফিসার প্রদীপ চৌহান জানিয়েছেন, আজ সকালে গুলদারকে মারে দুই শিকারী। তিনি বলেন, নিহত গুলদার একজন স্ত্রী চিতা। বয়স প্রায় ৬ থেকে ৭ বছর। গুলদারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঘনসালি ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
নিরীহ আনাভের হত্যাকারী গুলদারকে আজ গুলি করে হত্যা করল শ্যুটার, আনন্দিত গ্রামবাসীরা
10:52:00 AM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ গত ২৭ নভেম্বর মেকোট গ্রামের আনাভ নামে ১২ বছরের এক কিশোরকে আক্রমণ করে হত্যা করেছিল গুলদার। আর আজ সেই গুলদারকে গুলি করে হত্যা করায় শান্ত হয়েছেন মোকোট গ্রামের বাসিন্দারা। অনভের মৃত্যুতে এখানকার গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল।