Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

দিল্লি-কানপুর নীলাচল এক্সপ্রেসে থাকা এক যাত্রীর গলা এফোঁড়-ওফোঁড় হয়ে যায় ট্রেনের জানলা ভেঙে ঢোকা লোহার রডে

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ দিল্লি-কানপুর নীলাচল এক্সপ্রেসে থাকা এক যাত্রীর গলা এফোঁড়-ওফোঁড় হয়ে যায় ট্রেনের জানলা ভেঙে ঢোকা লোহার রডে। উত্তর মধ্য রেলের প্রয়াগরাজ বিভাগের দানোয়ার ও সোমনার মধ্যে সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রেলের মুখপাত্র। জেনারেল কোচে ছিলেন ওই যাত্রী। সকাল ৯টা ২৩ মিনিটে আলিগড় জংশনে ট্রেনটিকে থামানো হয়। জানা গেছে, মৃতের নাম হৃষেকেশ দুবে (৩৪)। তিনি সুলতানপুরের বাসিন্দা। সূত্র জানায়, ঘটনাটি ঘটার সময় ট্র্যাকগুলিতে কিছু কাজ চলছিল। 
দেখা গেছে,ওই যাত্রীর একটি হাত তখনও জ্যাকেটের পকেটের ভিতরেই রয়েছে। চপাশের ফাঁকা আসনটি ভেসে যাচ্ছে রক্তে। উত্তর মধ্য রেলওয়ের (এনসিআর) প্রধান জনসংযোগ কর্মকর্তা (সিপিআরও) হিমাংশু শেখর উপাধ্যায় বলেন,হৃষেকেশ দুবের বাড়িতে আছেন তার বাবা-মা, স্ত্রী শালিনী এবং দুই সন্তান, মেয়ে আরিয়া (৭) এবং ছেলে অয়াংশ (৪)। 
তিনি বলেন, 'ঘটনাটি ঘটেছে আলিগড় রেল স্টেশনের প্রায় ৩৫ কিলোমিটার আগে। রেল কর্মীরা আলিগড়ে ট্রেন থামিয়ে হৃষিকেশ দুবেকে হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন," ঘটনাস্থলের যে ছবি প্রকাশ্যে এসেছে, তাতে স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্ক ছড়িয়েছে ট্রেনযাত্রীদের মধ্যে। দেখা যাচ্ছে, ওই যাত্রীর আসন নাম্বার ছিল ১৪। 
জানলার পাশে ট্রেনের আসনে তখনও বসা অবস্থাতেই রয়েছেন ওই যাত্রী। আর জানলার কাচ ভেঙে ঢোকা লোহার রড বিঁধে রয়েছে তাঁর গলায়।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad