দেখা গেছে,ওই যাত্রীর একটি হাত তখনও জ্যাকেটের পকেটের ভিতরেই রয়েছে। চপাশের ফাঁকা আসনটি ভেসে যাচ্ছে রক্তে।
উত্তর মধ্য রেলওয়ের (এনসিআর) প্রধান জনসংযোগ কর্মকর্তা (সিপিআরও) হিমাংশু শেখর উপাধ্যায় বলেন,হৃষেকেশ দুবের বাড়িতে আছেন তার বাবা-মা, স্ত্রী শালিনী এবং দুই সন্তান, মেয়ে আরিয়া (৭) এবং ছেলে অয়াংশ (৪)।
তিনি বলেন, 'ঘটনাটি ঘটেছে আলিগড় রেল স্টেশনের প্রায় ৩৫ কিলোমিটার আগে। রেল কর্মীরা আলিগড়ে ট্রেন থামিয়ে হৃষিকেশ দুবেকে হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন,"
ঘটনাস্থলের যে ছবি প্রকাশ্যে এসেছে, তাতে স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্ক ছড়িয়েছে ট্রেনযাত্রীদের মধ্যে। দেখা যাচ্ছে, ওই যাত্রীর আসন নাম্বার ছিল ১৪।
জানলার পাশে ট্রেনের আসনে তখনও বসা অবস্থাতেই রয়েছেন ওই যাত্রী। আর জানলার কাচ ভেঙে ঢোকা লোহার রড বিঁধে রয়েছে তাঁর গলায়।