Hot Widget

Type Here to Get Search Results !

Advt 720

অন্ধ্রপ্রদেশঃ পথ দুর্ঘটনায় চার আয়াপ্পা ভক্তের মৃত্যু

Top Post Ad

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ঘন কুয়াশার কারণে আজ সকালে অন্ধ্রপ্রদেশের বাপাতলা জেলায় এক গাড়ি দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। কেরলের শবরীমালা দর্শন করে বাড়ি ফেরার পথে ভেমুরু মণ্ডলের জাম্পানি গ্রামের কাছে একটি মিনি ট্রাক উলটে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের তেনালির একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 
নিহতরা হলেন কৃষ্ণা জেলার আয়াপ্পা ভক্ত। মৃতদের নাম পাশাম রমেশ (৫৫), বি পান্ডুরঙ্গা রাও (৪০), বি পবন কুমার (২৫) ও বোদিনা রমেশ (৪২)। জানা গেছে, আজ ভোরে ওই তীর্থযাত্রীদের দলটি তেনালি রেলওয়ে স্টেশনে নামেন। এরপর, তারা কৃষ্ণা জেলায় তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য তারা একটি মিনি ট্রাক ভাড়া করেন। পুলিশ জানিয়েছে যে গাড়ির চালক দৃশ্যত উচ্চ গতির কারণে এবং এলাকায় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। 
ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হলেও চতুর্থজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। আহতদের তেনালির একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে এবং কর্তৃপক্ষ তাদের গুন্টুরে স্থানান্তরিত করার ব্যবস্থা করছে।

Below Post Ad

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Hollywood Movies