Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

রাজস্থানের যোধপুরের এক বিয়েবাড়িতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে মৃত ৫, আহত ৪৯

ভয়েস ৯, নিউজ ডেস্ক ঃ রাজস্থানের যোধপুরের একটি বিয়েবাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাঁচজন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় রতন সিং (৫) ও খুশবুর (৪) নামে দুই শিশুর। আহতদের সবাইকে এমজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
 জেলাশাসক হিমাংশু গুপ্তা জানিয়েছেন, বিস্ফোরণে ৫৪ জন আহত হয়েছেন এবং তাঁদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার বিকেলে ঘটে যাওয়া বিস্ফোরণের প্রভাবে শেরগড় সাব-ডিভিশনের ভুংরা গ্রামের বাড়ির একটি অংশও ধসে পড়েছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে কেউ কেউ ৮০ থেকে ১০০ শতাংশ পুড়ে গেছে বলে আধিকারিকরা জানিয়েছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার আশংকা রয়েছে। 
যোধপুর (গ্রামীণ) পুলিশ সুপার (এসপি) অনিল কয়াল জানিয়েছেন, বর সুরেন্দ্র সিংয়ের বাড়িতে অতিথিরা জড়ো হয়েছিলেন। ঘটনাটি যখন ঘটে, তখন তাদের জন্য খাবার প্রস্তুত করা হচ্ছিল। এই সময় বাড়ির স্টোর রুমে রাখা একটি রান্নার গ্যাস সিলিন্ডার ফুটো হয়ে যাওয়ার পর তাতে আগুন ধরে যায় এবং বিস্ফোরিত হয়। অন্যান্য অতিথি ও গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার শুরু করে। 
এমজি হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট রাজ শ্রী বেহরা বলেন, হাসপাতালে আনা এক ডজনেরও বেশি আহত ৮০-১০০ শতাংশ পুড়ে গেছে এবং তাদের অবস্থা গুরুতর। মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং কেন্দ্রীয় মন্ত্রী ও যোধপুরের সাংসদ গজেন্দ্র সিং শেখাওয়াত এই ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। তারা আধিকারিকদের আহতদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad